Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, লেখক মোশারফ হোসেনের কবিতা গুচ্ছ

কবি মোশারফ হোসেন (স্বাধীন)বাংলাদেশবাড়ী নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন , চিতলী চড়পাড়া গ্রামে। বর্তমানে থাকেন ময়মনসিংহ সদর আকুয়াতে । লিখেন গল্প ও উপন্যাস ও লেখেন তবে কবিতায় বেশি সাবলীল।পড়ি সব। ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় …

 

কবি মোশারফ হোসেন (স্বাধীন) বাংলাদেশ

বাড়ী নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন , চিতলী চড়পাড়া গ্রামে। বর্তমানে থাকেন ময়মনসিংহ সদর আকুয়াতে । লিখেন গল্প ও উপন্যাস ও লেখেন তবে কবিতায় বেশি সাবলীল।পড়ি সব। ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ হতে ইতিহাসে স্নাতক, ও স্নাতকোত্তর।নেশা সাহিত্য। পেশা ছাত্র তৈরি করা। শখঃ কবিতা পড়া ও লিখা।



 🔰মানস 

✒️মোশারফ হোসেন (স্বাধীন)

 

আমি স্বপ্ন দেখি ‘কল্প- মানুষ’

কল্পনাতে ভাসি।

মনের কান্না থাকুক মনে

বাহিরে কেবল হাসি।

আমি মরুদ্দানের মরু কবি,

মানসপটে মরুর ছবি।

আমি কল্প-তরু স্বপ্ন গুরু

আমি আপন হাতে এই বিশ্বালয়ে,

বিবেকের চাষ করব শুরু।

আমি সমুদ্রের ঐ বিশালতা 

করবো হরণ ,উপেক্ষিত সকল বারণ।

আমি পৃথ্বীলয়ের সব ঘৃণা- মাল্য

নিজের গলায় করব ধারণ।

আমি মিথ্যাগুলো করবো জড়ো

সত্য নিয়ে, সাধু বেশে।

জ্বালাবো সব অগ্নিশিখায়, মিথ্যা খুঁড়ো ।

নতুন কিছু হবে  শেষে।

আমি বাষ্প হয়ে উর্ধ্বাকাশে

মেঘের মাঝে বিলিন হবো।

বৃষ্টি হয়ে নামবো নিচে 

লহর রূপে ‘নিজের’ বুকে হানা দিব।

প্রয়োজনে ধরব অসি,নয়তো হব ঋষি

ধরব টেনে কুখ্যাতদের ভাবনা রশি।

আমি মিথ্যে সবুজ করব বিনাশ

সত্য কালোয় হবে আঁধার  মোচন ।

আমি- সর্বনাশা রিপু দমন।

কল্পনার- ই সত্য পলাশ।


মোশারফ হোসেন( স্বধীন)

**************

 🔰""আত্নবোধ"

 ✒️মোশারফ হোসেন স্বাধীন 


 আমি বিবর্ণ,রসকষ হীন কোন পাণ্ডুর! 

 আমি ভয়ানক, কোন  নির্দয় নিষ্ঠুর।

 অবিরাম ধাওয়া করা কোন ভয়,

 আঁতকে উঠা অসহায়ের কান্না কিংবা জোচ্চুর 

 আমি দিবস আলোয় কালো মেঘ,

 আমি নেলসন আমি স্বৈরাচারের উদ্বেগ। 

 আমি নিশাচর, আমি ফেরারি সৈনিক, 

 সীমাহীন, আমি নির্ভয়ে হেঁটে যাই

 আমাকে যাহা ভাবো, আমি তাই।

 আমি কান্না, আমি হাসির পসরা 

 আমার আমি, আমিই তুমার দোসরা!

 আমি  ভাবুক, দেবদাস, আমি বিশ্বপ্রেমিক

 আমি হিংস্র, পাষাণ  আমি কামুক।

 আমি তারুণ্য, আমি বৃদ্ধ থেকে বৃদ্ধাশ্রম, 

 আমি মৌনতা, মজলুম কিংবা জুলুম।

 আমি হাহাকার, সাকারে নিরাকার,

 আমি-ই নিভাই পাবক, জ্বালিয়ে আবার 

 পুড়ে করি সব ছারখার! 

 আমি যেমন, আমি তেমন ছদ্মবেশী,

 কেউ ভাবে মোরে রবি আবার অন্যকেহ শশী!

 আমি হতাশার উর্মিমালা, ঘন কালো মেঘ,

 শান্ত নই আমি, আমাতে সদা পরিবর্তনের  বেগ।

 আমি শ্রান্তিহীন, আমি ক্লান্ত পথিকের সঙ্গী, 

 আমি হিটলার কিংবা মুসোলিনীর গর্জে উঠা ভঙ্গি!

 আমি রক্তপিপাসু ভ্যাম্পায়ার, আমি সুপ্ত গৌরব, 

 মাদার তেরেসা কিংবা মুজিব,মেন্ডেলার অনুভব।

 আমি শূণ্য,ধন্য  আমি ঘৃণ্য দোরাচার,

 আমি মহান, উচ্চ  আমি মুক্ত পাপাচার।

 তুমি  অচেতন, খুঁজ আত্ম-বোধন

 তোমাতেই  আছি আমি, ধরিতে 

করো সাধন।

 আমিই তোমার সব, তুমি ঘৃণ্য কিংবা ধন্য,

 আমাকে ধর না-হয় জীবন তোমার শূণ্য।

পেস্ট করার কারনে লাইন নিচে চলে আসছে