Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছেলের জন্মদিনের আনন্দ দুঃস্থদের সাথে ভাগাভাগি করে নিলেন বাবা-মা

..নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর......পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের বাঁধগোড়া গ্রামের বাসিন্দা শিক্ষক অভয় মিশ্র ও তাঁর স্ত্রী মৌসুমী মিশ্র তাঁদের ছেলে ঋষির চতুর্থ জন্মদিন বাড়ির চার দেওয়ালের মধ্যে হৈ-হুল্লোড…

 


..

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর......

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের বাঁধগোড়া গ্রামের বাসিন্দা শিক্ষক অভয় মিশ্র ও তাঁর স্ত্রী মৌসুমী মিশ্র তাঁদের ছেলে ঋষির চতুর্থ জন্মদিন বাড়ির চার দেওয়ালের মধ্যে হৈ-হুল্লোড়, খানাপিনার আয়োজনে আবদ্ধ না রেখে পথশিশুদের জন্য উৎসর্গ করলেন। বুধবার কয়মা গ্রাম সহ গড়বেতা স্টেশন চত্বরের ভিক্ষুক, পথশিশু, অসহায় , দুঃস্থ, গৃহহীনদের খাদ্য সামগ্রী তুলে দিলেন।পুত্র ঋষি, সহধর্মিণী মৌসুমী মিশ্র  সহ পরিবারের সদস্যরা মনের খুশিতে খাদ্য সামগ্রী প্যাকেট করেছেন। অভয়বাবু

কেশপুর-১ চক্রের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক।


শৈশব থেকে দারিদ্র্যকে সামনে দেখেছেন।তীব্র জীবন সংগ্রামের মধ্য দিয়ে আজ তিনি প্রতিষ্ঠিত। যথাসাধ্য চেষ্টা করেন অসহায়ের পাশে থাকতে।‌ জ্ঞানপিপাসু আর্ত  শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যথাসাধ্য ভাবে দিয়ে তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। এদিনের কর্মসূচি 

নিয়ে অভয়বাবু তাঁর প্রতিক্রিয়া বলেন

" ইচ্ছে অনেক। সমাজের ক্ষত মেরামতে চেষ্টা করি, সাধ্যমতো। আমার" মা" মণি মিশ্র সবসময় আমাকে নিজেদের ভালো থাকার পাশাপাশি প্রতিবেশিদের ও খেয়ালে রাখতে বলেন।‌এই ভাবনা থেকে এ ক্ষুদ্র প্রয়াস। অতিমারী কোভিড নিশ্চিত একদিন থামবে।ইচ্ছে আছে ছেলের পঞ্চম জন্মদিনে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবির আয়োজন করার।" অভয়বাবুর সহধর্মিণী মৌসুমী মিশ্র স্বামীর এমন উদ্যোগে খুব খুশি। ঋষি বাবার মতোই সমাজের পাশে থাকবে, আশা সমস্ত প্রতিবেশীদের।এমন সুস্থ ভাবনা এলাকায় প্রশংসিত হয়েছে।