Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘূর্ণিঝড় আসার আগে সমুদ্র উপকূল এলাকা পরিদর্শনে জেলাশাসক

ঘূর্ণিঝড় আসার আগে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের তৎপরতা। সমুদ্র উপকূল এলাকা পরিদর্শনে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।
গত বছর আমফানের তান্ডব থেকে শিক্ষা নিয়ে যথেষ্ট তৎপর পূর্বমেদিনীপুর জেলা প্রশাসন। চলছে মাইকিং  উপকূলের থানা গুলির তরফ…

 


ঘূর্ণিঝড় আসার আগে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের তৎপরতা। সমুদ্র উপকূল এলাকা পরিদর্শনে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।


গত বছর আমফানের তান্ডব থেকে শিক্ষা নিয়ে যথেষ্ট তৎপর পূর্বমেদিনীপুর জেলা প্রশাসন। চলছে মাইকিং  উপকূলের থানা গুলির তরফ থেকে এলাকাবাসীকে সতর্ক করছে। সমুদ্র উপকূলে বসবাস করেন এমন কিছু গ্রামবাসী যাদের কাঁচা বাড়ি রয়েছে তেমন লোকজনদের অপেক্ষাকৃত উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে। তৈরি জেলা স্বাস্থ্য, পূর্ত,সেচ,মৎস, পঞ্চায়েত দপ্তরগুলি।


 পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি উপকূল এলাকা পরিদর্শন করেন। এলাকার মানুষকে কিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে সেই ব্যাপারে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।


তাজপুর এলাকায় সমুদ্র উপকূল এলাকায় বাঁধ নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে দীঘা সমুদ্র উপকূল এলাকায় বিপর্যয় মোকাবিলা টিম এসে পৌঁছেছে। দীঘার উপকূল এলাকার দত্তপুর, পদিমা, সহ বেশ কয়েকটি গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছেন।