Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#ভাইরাল_ফিভার 
(#মহিন )
গল্প লিখতে বসলেই , যুদ্ধ জয়ের সরঞ্জাম নিয়ে হাজির হয় হাজার হাজার মৈথুনরত ষোলো বছরের কিশোর , 
বাথরুমের ড্রেনে ভিড় করে ভেসে যায় আগামী প্রজন্ম , মুক্তির আগেই খুন হয়ে যায় এক উশৃঙ্খল স্বাধীনতার ফলাফল , প্রকা…



 #ভাইরাল_ফিভার 


(#মহিন )


গল্প লিখতে বসলেই , যুদ্ধ জয়ের সরঞ্জাম নিয়ে হাজির হয় হাজার হাজার মৈথুনরত ষোলো বছরের কিশোর , 


বাথরুমের ড্রেনে ভিড় করে ভেসে যায় আগামী প্রজন্ম , মুক্তির আগেই খুন হয়ে যায় এক উশৃঙ্খল স্বাধীনতার ফলাফল , প্রকাশ্য দিনের আলোয় , 


পর্নোগ্রাফির যুগেও , নীল আকাশ মানেই নীল ছবির ঘনঘটা , আগ্নেয়গিরি দেখলেই চেখে দেখি নরম লাভার স্বাদ , থার্মোমিটার জুড়ে ভাইরাল ফিভারের উষ্ণতা । 


শরীরের অববাহিকা জুড়ে শুধুই নিষিদ্ধ হাওয়া , বিছানার পাদদেশে জড়ো হয় , অশ্ব শক্তি ও মিত্র শক্তির দল , পাশবালিশে আঁকা হয় কালো রঙের ছায়া মূর্তি , 


ভাইরাল ফিভারের উষ্ণতা বাড়তে বাড়তে কখনো সিলিং ছুতে চায় , থার্মোমিটারের দেওয়াল জুড়ে লেখা হয় লাল সতর্কতা , আর কত ফারেনহাইট এগোলে এ সমাজে আমিও প্রেমিক হবো ! 


বাস্তুতন্ত্রের আজ এখানেই জয় হোক , নিষিদ্ধ কবিতায় প্রতিটি অক্ষর আজ যেখানে কলঙ্কিত , আমিতো বারবার এই কবিতার কাছেই অসহায় হয়ে হয়ে যাই , 


ঝরা পাতার গায়ে লিখে রাখি এক একটা রাতের গল্প , ষোলো বছর মানেই তো কাঁচা হলুদের রঙ , থার্মোমিটারের কাঁচের দেওয়াল আজ যাক ভেঙে _


ভাইরাল ফিভার জুড়ে 

শুধুই বসন্তের আনাগোনা ।