Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখক শৈলেন মন্ডলের কবিতা সম্ভার

কবি শৈলেন মন্ডল। নেশায় গানের টানে গিটারিস্ট। বিভিন্ন রকম সৃজনশীল কাজে বিশেষ পারদর্শিতা। স্কুল জীবন থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ড্রইং পেইন্টিং গান বাজনা ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু। তারপর কলেজ জীবনে স্নাতক কোর্স শেষ করে …

 


কবি শৈলেন মন্ডল। নেশায় গানের টানে গিটারিস্ট। বিভিন্ন রকম সৃজনশীল কাজে বিশেষ পারদর্শিতা। স্কুল জীবন থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ড্রইং পেইন্টিং গান বাজনা ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু। তারপর কলেজ জীবনে স্নাতক কোর্স শেষ করে বিজ্ঞাপনের আঁকা ও লেখার কাজে যুক্ত । তার সাথে লেখালেখি চলত বিভিন্ন রকম কবিতা গল্প কল্পকাহিনী আত্মকাহিনী ভ্রমণকাহিনী ইত্যাদি। বর্তমানে আমার লেখা কয়েকটি ই-ম্যাগাজিন ওয়েব পোর্টাল এবং যৌথ কাব্যগ্রন্থে ও পত্রিকার স্থান পেয়েছে। ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে নিজস্ব তিনটি একক কাব্যগ্রন্থ বের করার। প্রস্তুতি পর্ব দ্রুততার সহিত এগিয়ে চলেছে। শীঘ্রই বত্রিশা অণু কাব্য গ্রন্থ প্রকাশ পাচ্ছে।


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 #কিছু_অব্যক্ত_হৃদয়ের_কথা

কলমে- শৈলেন মন্ডল

১৭/০৬/২০২১


কয়েক যোজন হেঁটে চলার ব্যর্থ প্রয়াসেও তোমার অকৃপন অদৃশ্য হাতছানি।


সম্পর্কের চাদরে জড়িয়ে থাকা অলীক স্বপ্নগুলোও ভাবনায় মিতব্যায়ী হতে চায় রোজ।


পরতে পরতে রাতের প্রহর গুনতে থাকি বেওয়ারিশ রঙিন জলে ডোবানো কিছু রঙীন স্বপ্নের আলমোড়া। 


রাতের নিরবতায় খুলে যায় বিকলাঙ্গ অকৃপন আদিম সভ্যতার গল্প বিন্যাস। 


ব্যথার অশ্রুজলে হাতড়িয়ে বেড়ায় সুচেতনাময় উচ্ছ্বাসের বাঁধনহারা উল্লাস।


দুটি মনের বিবর্ণ ভালবাসার কর্ষনে উৎসারিত হয় অগ্নিস্ফুলিংগ যা বিদীর্ণ করে অন্তর হতে অন্তরে। 


দীর্ঘ দহনের পর প্লাবিত হতে চায় দুটি তনুমন। নবরূপে মনের ঘরে আজন্মকাল স্হিতি চায় কয়েক যোজন পথ হাঁটার গল্প কথা। 


মনোবীনার আকাশলীনায় হৃদপদ্ম নতুন সুরের মুর্চ্ছনায় গুমরে ওঠে। 


সহস্র কামনার আগুনের শিখায় লেপ্টে থাকে প্রেমিক যুগলের অশান্ত বুক। 


রাতের নিরবতায় হাতড়ে বেড়াই ঘুম ঘুম নির্লিপ্ত চোখের কিনারায় হাজার স্বপ্ন সুখের উল্লাস।


সময় স্রোতের বিপরীতে হেঁটে চলা স্মৃতির সরণির আবেগী মুহুর্তরা আবার পুনরায় জোছনা মাখে অনাবিল আদরে আবদারে।

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 

# অভিনন্দন 🙏🙏


অকাল বর্ষণ

কলমে- শৈলেন মন্ডল

২৮/০৫/২০২১


অকাল বর্ষণের বন্যায় ভেসে যায় আমার ভালোবাসার আঁখির পল্লব


আপন মনের মাধুরী মিশিয়ে শুরু হয় কাব্যের উঠোনে শব্দের গুঞ্জন।


আমার কাব্যের উঠোন জুড়ে বন্যার ভালোবাসায় ভেসে যায় কবিতারা খড়কুটোর মতো।


কবিতারা হাজির হয় মনের গহীনে সুখ স্বপ্নের দেশে ভালোবাসার রাজপ্রাসাদে রাজেন্দ্রাণী হয়ে।


বৃষ্টি তুমি ছুঁয়ে যাও আপন মহিমায় অশ্রু ভাসিয়ে মুছে দাও কাব্যিক নিমগ্নতা।


বৃষ্টি আজ তোমায় কতদিন পরে কাছে পেলাম পরম আদরে,ধরা দিলে মনের আঙিনায় বন্যা হয়ে।


তোমার ইলশেগুঁড়ির পরশে ভেসে যাই সীমাহীন আনন্দের দেশে।


বিহ্বলিত মন প্রাণ,কতো আপন করে নাও নিজের এক আকাশ ভালোবাসার গরিমায়।


বৃষ্টি আজ তোমায় কোনো অভিযোগ করবো না। শুধুই করবো আলিঙ্গন। ভাসিয়ে দিয়েছো দুকুল উপচে পড়া বন্যার ভালোবাসায়।


বৃষ্টি তোমায় ছুঁতে চেয়ে কতোই না প্রতীক্ষায় ছিলাম,আজ বুঝি অবসান হলো।


তোমার পরশে কতোই না টুকরো টুকরো স্মৃতি ভেসে ভেসে আসে মনের কিনারায়।


তোমার পরশে মন হয় উদাসী আবেগ বিহ্বলিত। তোমার আনাগোনায় মনে জাগে নতুন প্রাণের সঞ্চার।

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

 #অপেক্ষা_বেলা

কলমে- শৈলেন মন্ডল

তারিখ - ১৮/০২/১৪২৮


তোমার অবহেলায় বাড়ে বুকের উষ্ণতার সম্পৃক্ততা। 


আমার কাব্যের উঠোন জুড়ে চলে নিঃস্তব্ধতাময় হাহাকার।


তোমায় নিয়ে স্মৃতি কাব্যের ক্যানভাসে এঁকেছিলাম জলরঙ দিয়ে ভালোবাসার পটভূমি। 


একটি ছবি নিয়ে আটকাল বারোমাস বুকে আঁকড়ে বাঁচতে চাওয়ার তীব্র প্রত্যাশা।


তোমায় কাছে পাওয়ার নিরব বেদনায় আঁখি ভার হয়ে আসে।


জীবন দিয়ে লিখতে চেয়েছিলাম কাব্যের উপসংহার নামায় তোমার নাম।


তুমি আমার অনাবিল আনন্দের কালো হরিণ চোখের কৃষ্ণকলি সম।


জীবনের সুখ দুঃখের কাব্যমালা আজ প্রেমের কারাগারে চোখের জলে বাঁধা পড়ে রইল।


তোমার চোখ পানে চেয়ে চেয়ে আঁখিভার নিয়ে অপেক্ষার অবসর যাপন করছি আজও।


তুমি আমার ভালোবাসার ইহকাল সমকাল পরকাল চিরকাল।

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

 #কালচক্র

কলমে- শৈলেন মন্ডল

০১/০৬/২০২১


নির্বাক পৃথিবীর অসহায় সময় বয়ে চলে যায় কালচক্রের বৈপরীত্যে।


চারিদিক নিস্তব্ধ,শুনশান,হতাশা হাহাকারে মন হয় পর্যুদস্ত। রাস্তার কুকুরগুলো বুভুক্ষু কাতর হয়ে ধুঁকছে। ওদের তেমন দেখা নেই আর। 


না, ডাস্টবিনে আর কেউ খাবার ফেলেনি ওদের জন্য। কারও কোনো গরজ নেই আর। 


জনহীন মরুপ্রান্তর রাস্তাঘাট আজ ক্লান্ত আদুল শরীর নিয়ে হেঁটে বেড়ায়। রাস্তার পথ শিশুরা আর ফুটপাতবাসীরা ও যেন কোথায় অদৃশ্যমান। 


ওরা খেতে পরতে পাচ্ছে না ওদের খোঁজ রাখেনি কেউ।  


ওদেরও রয়েছে দুবেলা পেট ভরে খাওয়ার বাসনা। ওরাও বাঁচতে চায়। ওদেরও আছে বাঁচা বাড়ার অভিলাষ আর নতুন ভোরের স্বপ্নদেখার বিহ্বলতা। 


কালের কি অমোঘ পরিহাস, জীবন যাত্রায় যেন আজ সুরহীন ও তালহীন।


আমরা কি এই কালচক্রের দুর্ভেদ্য বৃত্ত ভেদ করে নতুনদিনের মাদকতায় ফিরে আসতে পারবো না আগের মতো?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 

#ভালবাসার_ঋণ

✍কলমে- শৈলেন মন্ডল

৩১/০১/২০২১


এজন্মের হিসেবটা এজন্মেই মেটাতে হবে জানি প্রিয়া।


চোখের চোয়াল ভেঙ্গে আবেগের কথকতা গড়িয়ে পড়ে বিভীষিকাময় হবে জানি। 


তোমার কাছে ভালবাসার ঋণের পাথরটা আজ পাহাড়ের রূপান্তরিত রূপ। 


অশেষ কৃচ্ছসাধনের পান মশলা দিয়ে ভালবাসার ঋণটাও মিটিয়ে দিয়ে যাবো উপসংহারনামায়- এ জন্মেই।


বোবা কান্নারা আজ কঠিন বাস্তবের কষাঘাতে মেঘভাঙ্গা রোদ্দুরের মতো মিচকে হাসির সম্পর্কের চাদর জড়িয়ে উপহাসের হাসি হাসে।


আগল ভাঙ্গা মনের দরজাটাও আজ আর হিসেব রাখে না তীর বেঁধা পাখির না গান গাইতে পারার অব্যক্ত যন্ত্রনাটার।


ক্লান্ত ডানা ঝাপটানো পাখীটাও আজ আর ভালবাসার সামাজিকতার অজুহাতে ক্রোধী আসমানী মেঘের সীমানা অতিক্রম করতে চায় না।


উদার প্রকৃতিও আজ তার নিয়ন্ত্রনে নেই। সেও আর রামধনুর রঙ নিয়ে সাজে না অপার বিহ্বল বৈভবতায়।


সময়ের প্রেক্ষাপটও হিসেব মেলায় না রুক্ষ শুষ্ক কঠিন বাস্তবতা নিয়ে।


তবুও অসীম ভালবাসার ঋণের দায়ভার মনে গ্রাস করে বার বার প্যাঁচ কষা লাটাই ঘুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে।


হয়তো বা আজীবনই ভালবাসায় ঋণী হয়ে থেকে যাবো তোমার কাছে মনের গহীনে অব্যক্ত যন্ত্রনা নিয়ে।

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹#নির্জনতা_উপহার


কলমে- শৈলেন মন্ডল

১৭/০৭/২০২১


তোমায় একটা নির্জনতার উপহার দেবো, যেখানে থাকবে ভালোবাসার সংগোপন।


তৃষ্ণার্ত মরু ক্লান্তি মাখা শরীর জুড়ে থাকবে শুধু সম্পৃক্ত উষ্ণতা।


বুকের ওমের ভাঁজে ভাঁজে থাকবে শুধু ভালোবাসার পরশ।

বড়ো অবেলায় এসেছো প্রিয় এই গোধূলির মধুর সন্ধ্যায়। 


কতোদিন ভালো করে আদর মাখিনি গায়ে। উষ্ণতায় জড়িয়ে পড়িনি কখনও এমন ভাবে। 


সারাটা দিন কেমন যেন এমনি এমনি কেটে গেল। কতোদিন পর তোমার কাছে আসতে পেরেছি নিজেও জানি না। 


পাখিরা অনেক আগেই ফিরে গেছে তার নিরাপদ আশ্রয়ে। দিনের আলোকে গ্রাস করেছে মোহময়ী গহীন আঁধার।


এই মধুর লগনে সুখযাপনটা না হয় নাই বা হলো তবুও না হয় বিরহ কাতর হয়েই থাকলাম। 


অশীতিপর তোমার অনাবিল উপস্থিতি অনেকখানি অনুভূতি জাগিয়ে যায়। 


তোমার আনাগোনায় ভালোবাসায় আজ সুখের পূর্ণতা নিয়ে যায় অাদুরে কল্পলোকে।

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

 আটপৌরে প্রেম

কলমে- শৈলেন মন্ডল

০৩/০৫/২০২১


তোমার আটপৌরে প্রেমটাই প্রিয়


হোক না তোমার মাটির বাড়ি টিনের চাল আর বাক্স বারান্দা

সেখানেই চলুক অবাধ ভালোবাসা যাপন।


না থাক তোমার চারচাকা মার্সিডিজ কিম্বা জাগুয়ার

প্রকৃতির বুকে শ্বাস নিয়ে

সাইকেল চড়ে যাবো দুজন প্রেমের জোয়ারে ভেসে,

থাকবো মোরা কাছাকাছি পাশাপাশি 

আদর নেবো নিজের ইচ্ছেমতো

তোমার আটপৌরে প্রেমটাই প্রিয়।


রেস্তোরাঁতে নাইবা গেলাম হোক না বা ফুটপাতে

ঝালমুড়ি আর ফুচকা একসাথে খাবো দুজনাতে

আনন্দেতে মশগুল হবো জমবে ভারী মজা


যাবো না কোথাও আর যাবো শুধু গাছতলার ধারে

ক্লান্তির সুখ যেখানে পথিক খোঁজে সেইখানেতে গিয়ে,

ঠোঙ্গায় খাবো বাদাম ভাজা ফুটকড়াই

গল্প চলবে মনমজিয়ে

তোমার আটপৌরে প্রেম টাই প্রিয়।


ডিনার করবো না ফাইভষ্টার হোটেলে গিয়ে

খাবো কোথাও জনপদের ফুটপাতের হোটেলে

হাতদিয়ে ভাত খাওয়াবে মেখে পরম যত্ন ভরে

তোমার আটপৌরে প্রেমটাই প্রিয়।