# সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব-৩৮ # বিষয়-উন্মুক্ত # বিভাগ-কবিতা # শিরোনাম-পুড়ছে সবুজ # কলমে- দিলীপ চক্রবর্তী …
# সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব-৩৮
# বিষয়-উন্মুক্ত # বিভাগ-কবিতা # শিরোনাম-পুড়ছে সবুজ # কলমে- দিলীপ চক্রবর্তী # তারিখ- ২১/০৬/২০২১ *************************************
আমাজনে
আজ সবুজ পুড়ে ছাই।
বহুদিন ধরে পুড়ছে সবুজ
একটু একটু করে,
যেমন আমার বুকের ভিতরে
পুড়ে চলেছে রোজ।
নদীর জল আজ
অনেক বেশি কালো,
আকাশের মুখে আজ
সন্ত্রাসের কালো মুখোশ।
যে মেঘ বৃষ্টি হয়ে
শুষে নিতে পারে -
সর্বগ্রাসী আগুনের লোভ
আর জিঘাংসার সবটুকু তাপ,
তারা আজ আর নেই
আকাশের বুকে,
নেই কবিতার
কালো কাজল মেঘে।
এ আমার
এ তোমার পাপ,
তার-ই বলি
ঐ অসহায় আর্মাডিলো।
তার-ই জীবাশ্মের নিচে
হয়তো পাওয়া যাবে
কোন একদিন,
আমাদের সাদরে লালিত
রক্তচোষা ড্রাগনকে-
যার আর এক নাম
সভ্যতা।।