Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 38 বিভাগ : অণুগল্প শিরোনাম: বুধিয়ারা এমনও হয় কলমে : সুজিত চক্রবর্তী তারিখ : 25.06.2021 . 
. অণুগল্প     
. বুধিয়ারা এমনও হয় 
               ----- সুজিত চক্রবর্তী 
     মানুষ সমৃদ্ধ হয়…

 




সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 38 

বিভাগ : অণুগল্প 

শিরোনাম: বুধিয়ারা এমনও হয় 

কলমে : সুজিত চক্রবর্তী 

তারিখ : 25.06.2021 . 


. অণুগল্প     


. বুধিয়ারা এমনও হয় 


               ----- সুজিত চক্রবর্তী 


     মানুষ সমৃদ্ধ হয় নানান অভিজ্ঞতার আলোকে । 

এইসব অভিজ্ঞতার উপলব্ধি তাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যায় এক ঘাট থেকে অন্য রকম এক প্রান্তরে।কখনও ভেঙে পড়ে পুরনো ধ্যান ধারণাও।   

আজ তেমনই একটি ঘটনার কথা মনে পড়ে গেল। 


    তখন বয়স কম । সরকারী চাকরিতে বেশী দিন হয় নি । বদলী হলাম প্রান্তিক রুক্ষ মালভূমি অঞ্চলে। দু'একবার বেড়াতে যাওয়া ছাড়া এমন জায়গার ব্যাপারে খুব একটা জানা ছিল না। সে অর্থে, আজন্ম মেট্রো শহরের ছেলে এই প্রথম ঘর ছাড়া !  


          একা থাকি , হোটেলে খাই । হোটেল বলতে সাধারণ পাঠকের মনে যা দৃশ্যমান হবে তার সাথে এর অবশ্য মিল নেই । কলকাতার লোক একে ঝুপড়ি বলে ডাকত। আলো আঁধারিতে বসে শক্ত রুটি আর আধ সেদ্ধ সব্জি --- এটাই মেইন কোর্স ! 


             সাড়ে আটটা নাগাদ খেতে যেতে হতো । 

অফিসে তেমনটাই বলেছিলেন সিনিয়ররা । এর পরে এ অঞ্চলে বাইরে থাকা নাকি খুব একটা নিরাপদ নয় । 


            সেদিনও তেমনি গেছি । বেশীদিন এখানে 

আসি নি যদিও, তবু দু'একজন মানুষ মুখ চেনা 

হয়েই গেছে। তার মধ্যে একজন বুধিয়া! না না । 

তার নাম আমি জানতাম না । আমিই তার ওই 

নাম রেখেছিলাম । ওই ঝুপড়িতে বসে সে মদ্যপান করার সাথে কাকে জানি না গালিগালাজ করত আপনমনে। কখনও এমন চিৎকার করে উঠত যা শুনে গায়ে কাঁটা দিত,বুক ধড়ফড় করে উঠতো হঠাৎ ! 


          সেদিনও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তফাৎ হয়ে গেল অন্য এক কারণে। দেখলাম একটি বছর দশেকের ছেলে এসেছে তাকে ডাকতে । যতদূর বোঝা গেল তার বাড়িতে কেউ এসেছে আর সেই কারণে সম্ভবত তার মা তাকে বাড়ি আসার জন্যে অনুরোধ করছে।  


     

    সেসব কথা শুনে বুধিয়া তেলে বেগুনে জ্বলে উঠলো। বলল , " জাকে বোল্ মেরা বাপ দারু পি রহা হ্যায়। ও নেহি আ সকতা ! " 


          অন্যরকম এক অনুভূতি হয়েছিল এরপর । তাহলে, বাবারা এমনও হয় !