Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সব ঝিনুকে মুক্তা নাহি থাকেসেন্টু রঞ্জন চক্রবর্তী(আগরতলা ০৮/০৬/২০২১)
তোমার চোখের নোনা জলেআমার স্বপ্ন ভাসিয়ে দিলেঅনেক দূরের গহীন সাগর পানে,বন্ধুগো তুই সর্বনাশাআমার মনের সকল আশাভেসে গেছে কেউনা সেটি জানে |
এমন করে এ অবেলায়গাইলে ভাসান…



 সব ঝিনুকে মুক্তা নাহি থাকে

সেন্টু রঞ্জন চক্রবর্তী

(আগরতলা ০৮/০৬/২০২১)


তোমার চোখের নোনা জলে

আমার স্বপ্ন ভাসিয়ে দিলে

অনেক দূরের গহীন সাগর পানে,

বন্ধুগো তুই সর্বনাশা

আমার মনের সকল আশা

ভেসে গেছে কেউনা সেটি জানে |


এমন করে এ অবেলায়

গাইলে ভাসান নিজের গলায়

সে সুর তোমার আজো শুনি আমি,

রাগ অনুরাগ মিশিয়ে তাতে

কানে আসে রাতবিরাতে

পাথর চাপা কষ্ট ভীষণ দামি |


ওহে নিঠুর করলে একি

কথা তোমার সব কি মেকী

না হয় তুমি করলে এমন কেনো ?

আকাশ ভরা তারার হাসি

ছড়িয়ে দিয়ে রাশি রাশি

বলেছিলে ও প্রেয়সী পূর্ণশশী যেনো |


ভুলের পরে ভুলের পাহাড়

গড়লে নিজেই উচ্চতা তার

চূড়ায় উঠে তাকিয়ে পাদদেশে,

যায়না দেখা কর্মলেখা

বিষাধ বিধুর আঁকাবাঁকা

নিয়তিরা কাঁদে রাতে বসে |


ওহে নিঠুর ঠিক করেছো ঠিক

মিছে প্রণয় আজকে জানাই ধিক 

জীবন জলে বাতাস মিছে খেলে ,

সব ঝিনুকে মুক্তা নাহি থাকে

বেবুজ শিশু কুঁড়িয়ে লয় তাকে

খেলা শেষে দেয় ফেলে সে জলে |