Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

---কালের ফেরে---
কাঁটার মুকুট ভিজিয়ে লালেপৃথিবী করে স্তব্ধ,কুড়ালে যত বর্জ্য-গ্লানি,নিশ্চুপ-নিঃশব্দ...ধারণ করে শরীর পরেরক্তে রাঙিয়ে ক্রুশকালো মেখে আলো হলেদীপ্তি নিরঙ্কুশ...শুদ্ধ কিরণ হয়ে এসেধৌত করো যতজঞ্জাল-কালিমা-কীটেজর্জরিত ক্ষত.…

 


---কালের ফেরে---


কাঁটার মুকুট ভিজিয়ে লালে

পৃথিবী করে স্তব্ধ,

কুড়ালে যত বর্জ্য-গ্লানি,

নিশ্চুপ-নিঃশব্দ...

ধারণ করে শরীর পরে

রক্তে রাঙিয়ে ক্রুশ

কালো মেখে আলো হলে

দীপ্তি নিরঙ্কুশ...

শুদ্ধ কিরণ হয়ে এসে

ধৌত করো যত

জঞ্জাল-কালিমা-কীটে

জর্জরিত ক্ষত.

রক্তধারা হয়ে বেগে

প্লাবনধারার স্রোতে

ভাসিয়েছিলে রক্তশুদ্ধি

আঁধার-ঘন রাতে...

জেনেছিলেন সারসত্য তুমি,

বুঝেছিলেন সারমর্ম?

 রক্তে শুধুই বয়েছে ব্যাথা.

জারি পাপ,জারি অধর্ম.

বয়েছে শুধুই যন্ত্রনা আর

ব্যর্থ চিৎকার,

নিষ্ফল আকুতি শুধুই

পাথুরে হাহাকার...

জারি শুধুই কায়েম হওয়া

রক্তপিশাচ নেশা,

বিগ্রহকে স্হাপন করে

মত্ত জুয়ার পাশা.

তাই কি আজি কালের ফেরে

করোনা হয়ে এলে?

ভাইরাসে আজি করছ নিকেষ

গ্লানি,এ কালের ফেরে??


কলমে-রশ্মিতা দাস