বিভাগ-গদ্য কবিতা শিরোনাম- প্রতি রাতে আমি যে স্বপ্ন দেখি লিখনে- প্রণব চৌধুরী তারিখ-২৯,০৬,২০২১,
প্রতি রাতে যে স্বপ্ন আমি দেখি, সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে ? জানি স্বপ্ন বিজ্ঞান অন্য কথা বলবে ত--- বু--- ও---, মনোবিজ্ঞানের পরিভাষায়, তার …
বিভাগ-গদ্য কবিতা
শিরোনাম- প্রতি রাতে আমি যে স্বপ্ন দেখি
লিখনে- প্রণব চৌধুরী
তারিখ-২৯,০৬,২০২১,
প্রতি রাতে যে স্বপ্ন আমি দেখি,
সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে ?
জানি স্বপ্ন বিজ্ঞান অন্য কথা বলবে
ত--- বু--- ও---,
মনোবিজ্ঞানের পরিভাষায়,
তার ব্যখ্যা কিন্তু সুদূর প্রসারী ৷
গহীন মনের অন্তরালে,
শত, সহশ্রকোটির নিভৃত পর্ণকুটিরে,
পত্রপুটে ফলাহারে যে দাত্রীর দান তোমার দেহ ও প্রাণ কে করে তোলে সুশীতল,
সমগ্র ক্লান্তি অবসাদ অবসন্ন করে দেয় প্রাণের পরশ,
তাহলে সেই স্বপ্ন কেনো শুধু স্বপ্নই থেকে যাবে বলতে পারবেন কি কেউ ?
যে স্বপ্নে দর্শিত হয়-
লোভ, লালসা হীন স্বাধীন মুক্ত বিহঙ্গ,
তার দুইটি ডানা মেলে মুক্ত আকাশে করবে বিচরণ,
নাঃ,
কোনো শিকারী থাকবে না সেইখানে,
করেন আজ এই আবহে তো,
দেবদত্তদের প্রার্দুভাব বেশী,
সিদ্ধার্থরা তো আজকাল সমাধী তে সমাধিস্থ !
অহংকারীদের অহংকার,
অলঙ্কার স্বরূপ তাদের গলদেশে ফাঁসির দড়ির মতো আটকে গেছে,
বন্ধুত্ব ও ভালোবাসা হাত ধরাধরি করে,
সমাজের প্রতিটি অঙ্গনে খুশীর ও শান্তির গোলাপ প্রস্ফুটিত করে,
তরণের তারুন্যতা,
যৌবনের উচ্ছলতা,
যেখানে দিগবিজয় করে মুক্তির সূর্যকিরণে,
কেনো ?
কেনো ?
ত-- বে-- স্ব--- প্ন---ই--- থেকে যাবে বলতে পারেন ?
কেনো তবে প্রতিরাত,
শুধু তমসা ঘন কুহকে ঢাকা থাকবে বলতে পারেন ?
কেনো আমারা কি পারিনা ?
যারা আলোক কে বন্দী করে রেখেছে অন্ধকার কারাগারে,
সেইখান থেকে কারার লোই কপাট ভেঙ্গে,
সকলকে সমভাবে বন্টন করতে ?
প্রতি রাতে আমি যে স্বপ্ন দেখি,
তা যেন স্বপ্নই না থেকে যায় তার ব্যবস্থা করতে ?