Page Nav

HIDE

Post/Page

May 28, 2025

Weather Location

Breaking News:

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মৃত্যু ই ফেরার শেষ ট্রেনবনমালী নন্দী২৯,০৬,২০২১
বাতাসে নিঃশ্বাসের ঘরদুয়ারএবংসাধের দালানকোঠাসংসারে বারমাস  চৈত্র মাসশ্বাসকষ্টে ভুগছে গেঁয়ো চাঁদসমুদ্রের মাতৃগর্ভ তোলপাড়আকাশের পায়ের নিচে মাটি নেই জমিওতৃষ্ণাগুলি নক্ষত্র ধুলায় শিকড…

 


মৃত্যু ই ফেরার শেষ ট্রেন

বনমালী নন্দী

২৯,০৬,২০২১


বাতাসে নিঃশ্বাসের ঘরদুয়ার

এবং

সাধের দালানকোঠা

সংসারে বারমাস  চৈত্র মাস

শ্বাসকষ্টে ভুগছে গেঁয়ো চাঁদ

সমুদ্রের মাতৃগর্ভ তোলপাড়

আকাশের পায়ের নিচে মাটি নেই 

জমিও

তৃষ্ণাগুলি নক্ষত্র ধুলায় শিকড় ছড়ায়

ভালোবাসা প্রেম  এক নৌকাডুবি

স্বপ্নেরা হারিয়েছে চোখ

অশ্রু পাহারা দেয় অবিশ্রাম

গোপন পাখি  বন খোঁজে

আমরা নিঃশ্বাসের ধানচাল বেচে  দিন যাপন 

গৃধিনীর শোকে বাতাস কাঁপে

সাড়ে তিন হাতের পৃথিবী 

মুথাগ্নি

বা

কবর খোঁড়ার মাটি নেই

সময়ের মাথায় বাঁধা কফন 

মৃত্যুর দলিলে স্বাক্ষর করেন অনেকে আকাশ

এক এক শ্টেশনে দাঁড়িয়ে থাকি

কারন

মৃত্যু ই ফেরার শেষ ট্রেন