সৃষ্টি সাহিত্য যাপনকবিতা"জোকার"কলমে--সুপ্তি ভট্টাচার্য২৮/৬/২১*********** আজকাল নিজেকে খুব বোকা বোকা লাগে ,ঠিক যেন সার্কাসের জোকার --- রক্ত ঝরানো মন, কিন্তু গায়ে পোষাক চটকদার ।। এক ই রঙ্গ সা…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
"জোকার"
কলমে--সুপ্তি ভট্টাচার্য
২৮/৬/২১
***********
আজকাল নিজেকে খুব বোকা বোকা লাগে ,
ঠিক যেন সার্কাসের জোকার ---
রক্ত ঝরানো মন,
কিন্তু গায়ে পোষাক চটকদার ।।
এক ই রঙ্গ সারাজীবন, শুধু দর্শকের মনোরঞ্জন
ভয়ে ভয়ে থাকে উজবুক ,
দর্শক না হাসলে _পিঠে চাবুক ।।
রঙ্গমঞ্চ বদলায় ---দর্শক বদলায় --
জোকারের খেলা থেকে যায় ।।
পাদ-প্রদীপের নীচের অন্ধকারে ,
নামতে হয় যখন--
অবাক বিস্ময়ে ভাবে ,এতো সুন্দর পৃথিবী ,
আগে কেন দেখেনি নয়ন ?
কে দেবে এর উত্তর ,
কেন আমরা খেলেই যাই সারা জীবন ভর ?
শেষ হবার আগেই থেমে যেতে হয় ,
কেউ হয়ত জানে , অনেকেই জানেনা--
সুন্দর সুস্থ জীবন শুধু স্বপ্ন হয়েই রয় ।।
_________//_________