দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা: অন্তিম শয়ানকলমে:এষা মল্লিক তারিখ:২৩.০৬_২০২১
নিজেকে ভাঙলে জলসাঘর কাটা ছেঁড়া করলেই শব।
পাখির ডানায় ভেসে আসে নতুন সকাল বিকল্প প্রাণের খোঁজে চলি মেঠো পথে।
শ্মশানে পোড়াই মনের ইচ্ছে গুলো খুঁজে পাই একমুঠো …
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা: অন্তিম শয়ান
কলমে:এষা মল্লিক
তারিখ:২৩.০৬_২০২১
নিজেকে ভাঙলে জলসাঘর কাটা ছেঁড়া করলেই শব।
পাখির ডানায় ভেসে আসে নতুন সকাল
বিকল্প প্রাণের খোঁজে চলি মেঠো পথে।
শ্মশানে পোড়াই মনের ইচ্ছে গুলো
খুঁজে পাই একমুঠো মোলায়েম ছাই!
নিজেকে ভেঙে গড়তে চাই আয়নার মতন,
স্বপ্নবানে আসে জাহাজের মাস্তুল।
ভাটিয়ালির সুরে শুনি হৃদয় ভাঙার তান,
দরজা খুলে দি মাংসল রক্ত পেশীর।
ভাবি নিজেকে গুঁড়িয়ে দিলেই হবে বুঝি যন্ত্রণার অবসান,
জীবনের নাড়ি কেটে পাই নোনা ভাবনার আগুন।
বাতাস মেশে নিহারীকার নিগুম স্পর্শ,
ভিজি ছোবলের আঁশে বিষ মাখা ঠোঁটে।
শুকনো গোলাপে বানানো রুমাল গড়ে দেয় সম্পর্কের অন্তিম বোঝাপড়া,
রিফু করা রুমাল খোঁজে রেশমকীটের সোনালী খাম।
সারারাত জেগে প্রেমে পড়ে যাই মায়াবী জ্যোৎস্নার,
কফিনে জড়নো শবদেহে তবুও হাঁটিহাঁটি পা করে নতুন সম্ভাবনার বীজ বুনি।
ছিঁড়ে ছিঁড়ে যাওয়া সম্পর্ক গুলি জুড়বে বলে চেয়ে থাকি জীবনের হিমঘরে,
হৃদয় আকাশে ওড়ে ইচ্ছের অন্তিম শয়ান।
দুলে ওঠে মন না পাওয়ার বেদনায়।
Copyright © All rights reserved to Esha Mallick