Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা --- কয়লার আঁচ
কলমে -- #শ্বেতা_ব্যানার্জী
 1,6, 21ভয় নেই, কেটে যাবে এই কালো দিন।ভোরের শিউলি কুড়িয়ে সারা উঠোন জুড়ে মার্চপাস্ট করে   সৌম্য মুখে হেঁটে যাবে বুড়ো রোদ।
ভয় নেই,বন-বাদাড় ডিঙ্গিয়ে উড়ে আসবে সাদা মেঘ,এ্যাম্বুলেন্স বাজাব…

 


কবিতা --- কয়লার আঁচ


কলমে -- #শ্বেতা_ব্যানার্জী


 1,6, 21

   

    

ভয় নেই, 

কেটে যাবে এই কালো দিন।

ভোরের শিউলি কুড়িয়ে সারা উঠোন জুড়ে 

মার্চপাস্ট করে   সৌম্য মুখে হেঁটে যাবে বুড়ো রোদ।


ভয় নেই,

বন-বাদাড় ডিঙ্গিয়ে উড়ে আসবে সাদা মেঘ,

এ্যাম্বুলেন্স বাজাবে বিসমিল্লাহর সুর, 

তাদের হাতে তখন  অঢেল সময় 

হয়তো বা কাটাকুটি খেলাতে মাতবে

সারাদিন।

ভয় নেই,

কেন ভাবো মৃত্যু বুঝি তোমার দোরগোড়ায়,

    মৃত্যুকে সামনে বসিয়ে খেলতে পারো

  সাপলুডো, অথবা কুমির ডাঙা, 

  কানামাছি খেলাতে গো হারানো হারিয়ে আমরাই জিতে যাবো কোনো একদিন। 

     যে লাশেরা ভেসে গেছে, যারা মারা গিয়েও

 আবারও মৃত,সৎকার হয়নি সৎ ভাবে 

 ঈশ্বর এমন ব্যবস্থা করে দেবেন, 

  পুষ্পকরথ এসে নিয়ে যাবে তাদের। 

  

ভয় নেই, 

চানাচুর,   বিস্কুট আর লজেন্সগুলো

অথবা অর্ডার করা বার্গার, পিজ্জা।

আবারও  পড়বে  ঝ'রে তোমার কোঁচড় জুড়ে 

ভয় নেই…আসবে সুদিন, 

ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটো ভিখিরি টা 

ওরাই যেন সবথেকে  স্বাধীন। 


সবগুলো গণভোটে হেরে যাবে 

বকরাক্ষস। ভেঙে  যাবে ঔদ্ধত্যের  পূর্ণ পাঁচিল 

সংঘর্ষের সব সম্ভাবনা বুঝে নেবে  ডাক্তার আর বৈজ্ঞানিকের দল 

ঠিক জেনো, শেষ হয়ে যাবে-

এ বিষাদ দিন। 

বিশ্ববিজয়ের হাসি হাসবে পৃথ্বী, রাতের টেবিলে

হাসবে লাল গোলাপ।

আমরা জিতে গেছি, শ্লোগানে শ্লোগানে 

অভিবাদন জানাবে মুক্ত আকাশ। 


শীঘ্রই আসবে সেইদিন  গিটার হাতে ছেলেটা অনায়াসে 

তুলবে সুর...

ভালোবাসা মেলবে ডানা, কোনো এক নির্জন পার্কে

প্রেমিকের বুক হবে অস্থায়ী ঠিকানা। 

লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে আসবে কবিতা,  

অবাধ্য প্রেমে বাজবে জ্যামিতিক সুর... 


রাতের টেবিলে আবারও আসবে অঙ্গীকার,  রজনীগন্ধার হাসি ঝরবে বসবার ঘরে। 

জানলার শার্সিতে নিয়নের আলো, আলোছায়া 

মেখে দুলবে স্পর্ধারা... 

রাত জানবেনা ভোর কখন হ'লো....। 


ভয় নেই ফিরবে সুদিন... 

কয়লা গুলো উঠোনেই পরে আছে.... 


শুধু, সভ্যতার ভাত চাপাও  কয়লার আঁচে....।