Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা/ঃ  ০২-০৬-২০২১®শিরোনাম ঃ রেখেছি হাতে হাত ৷সৃজনে ঃ  গোপেশ রায়।॰॰॰রেখেছি হাতে হাত বলেছি নিমগ্ন কথা এই সন্ধ্যায়একটি  দুটি তারা সবেমাত্রজ্বেলেছি প্রদীপ আকাশ কোণায়মনের বাসর জুড়ে ...
পড়ে আছে কত সম্ভাবনা মধুর মায়ায়তোমার আকাশ চোখেউদা…

 


কবিতা/ঃ  ০২-০৬-২০২১®

শিরোনাম ঃ রেখেছি হাতে হাত ৷

সৃজনে ঃ  গোপেশ রায়।

॰॰॰

রেখেছি হাতে হাত 

বলেছি নিমগ্ন কথা এই সন্ধ্যায়

একটি  দুটি তারা সবেমাত্র

জ্বেলেছি প্রদীপ আকাশ কোণায়

মনের বাসর জুড়ে ...


পড়ে আছে কত সম্ভাবনা মধুর মায়ায়

তোমার আকাশ চোখে

উদাসি বাউল মন গায় গান ছেড়ে গলা

সজীব বারতাগুলি উড়ে

কোন আছিলায় তুমি আমি বসে আছি

সমস্ত সন্ধ্যাকাল চলে যায় ...


রাত ঘন হতে হতে নিদ্রা যাবে নিখিল প্রিয়

তুমি আমি এখানে জ্বালাব

অমলিন প্রেমবাতি অফুরান চন্দন বাস

ছড়ান আপন করে সব

নিবিড় হবো কাজল কালো আঁধারের বনে

পবিত্র বিনিময় বার্তা দেব ...


অমরার গুহা কন্দরে বাজাব বেণু পাহাড় চুড়ায়

দুটি মন দুটি প্রাণ

আনচান অকারণ মায়ামন্ত্র বিধান ভাষায়

জল পড়ে স্রোত নদী হয়

সবকিছু এক হতে হতে একাকার  বিশ্বমনন ...


॰॰॰

©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷প.ব৷ ভারতবর্ষ ৷ তারিখ ঃ ০২-০৬-২০২১|®