ভালোবাসার ধাঁধা // দে বা শী ষ
এবং ডাউনলোডেড গাথা,পেনড্রাইভে ইচ্ছে খুশী ডাটা ,বৈষম্যহীন বৈঠকে চালিয়ে দিতে প্রস্তুত নিয়তি,তখনও আমি ঘুমের ঘোরে -তখনও আমি প্রত্নতাত্ত্বিক সমাজ,নস্টালজিক বাগানে বিভ্রান্ত মাছি ,সাগরের ঢেউ চুলে এলোমেলো খু…
ভালোবাসার ধাঁধা // দে বা শী ষ
এবং ডাউনলোডেড গাথা,
পেনড্রাইভে ইচ্ছে খুশী ডাটা ,
বৈষম্যহীন বৈঠকে চালিয়ে দিতে প্রস্তুত নিয়তি,
তখনও আমি ঘুমের ঘোরে -
তখনও আমি প্রত্নতাত্ত্বিক সমাজ,
নস্টালজিক বাগানে বিভ্রান্ত মাছি ,
সাগরের ঢেউ চুলে এলোমেলো খুব -
পকেটে মাস্তুল গুঁজে কলমের নাম দিয়েছি,
এই উল্লাস পোষাকের হয় -
অফিসিয়াল ভালোবাসা হিসেব কষে মাসের শেষে -
আর তোমার নদী আমার হাঁটু পর্যন্ত মরু -
তারপর যৌনতা -
আলিঙ্গন চুম্বনে চুম্বনে বিষক্রিয়া ..
আষ্টেপৃষ্ঠে সবটুকু তৃষ্ণা ওলটপালট পাখি -
উড়ে যায় বীর্য মুড়ে সকালের ঘামে,
ছুঁয়ে থাকে স্মৃতি -
আসলে ভবিষ্যৎ প্রতিনিধি,
কতোটা জেগেছি প্রমাণ নেই আর -
কতোটা জেগে থাকা বাকি - সে প্রশ্নই সবার।
তারপর -
ভাগ্য বদলে গেলে -
কবিতার দপ্তর খোলা হয় -
ভরে যায় আমজনতায়,
কিছু পাঠক হয়ে থাকে,
বাকিরা সব কবি হয়ে যায়।
পড়ে থাকে একাকী ভালোবাসা ...
ভালো বাসার আশায়।