Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

উড়ছে টাকা তুর্কী নাচে / অঞ্জন ভট্টাচার্য 
উড়ছে টাকা তুর্কী নাচেদেশটা যেন বাইজী বাড়ি! সুযোগ খুঁজি তুমি আমিমওকা দেখে পারলে মারি!তুমি নাচো আমিও নাচিডি'জে কিংবা ঢাকের তালে, নাচায় যাঁরা চুপিসারে তাঁরাই নেতা দাবার চালে!চাল বুঝিনা তু…

 


উড়ছে টাকা তুর্কী নাচে / অঞ্জন ভট্টাচার্য 


উড়ছে টাকা তুর্কী নাচে

দেশটা যেন বাইজী বাড়ি! 

সুযোগ খুঁজি তুমি আমি

মওকা দেখে পারলে মারি!

তুমি নাচো আমিও নাচি

ডি'জে কিংবা ঢাকের তালে, 

নাচায় যাঁরা চুপিসারে 

তাঁরাই নেতা দাবার চালে!

চাল বুঝিনা তুমি আমি

চাল টা পেতে বাড়াই হাত,

হাত নাড়ালে জননেতা 

পাড়ার মোড়ে কেলাই দাঁত।

এমনভাবে দিন কাটে

আর রাত কাটে যে মস্তি তে,

দারুর ঠেকে আড্ডা জমে 

খাল পাড়ের এই বস্তিতে

আগুন লাগে ঘুমচোখে 

ঝলসে গেলে টেঁপীর বুক!

ঠান্ডা ঘরে অঙ্ক মেলায়

মুখোশে ঢাকা কসাই মুখ।

ছিঁড়তে থাকা স্বপ্নগুলো 

নিয়েই ভীষণ ঝকমারি, 

অনিচ্ছাতেও গলা টিপে 

একশো দিনেই পাত পারি। 

উড়ছে টাকা ইচ্ছেমত 

ধরতে পেলেই ফাঁকতালে, 

পাঞ্জাবী তে আতর ঢালি

তবলা বাজাই ঝাঁপতালে।

তালে তালে পা মিলিয়েই 

মিছিলে সভায় ময়দানে, 

পিছল হলেই পিছন

ফিরে নাটকে বা নামগানে।

উড়ছে টাকা তুর্কী নাচে

উঠছে জমে বাইজী বাড়ি, 

দেশপ্রেমের লম্বা বুলি

বাবুও ঝাড়ে আমিও ঝাড়ি। 


১২.০৭.২০২০