Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবি সম্মাননা 
শিরোনাম -এই জীবন কলমে -ঝুমা মল্লিক২১।৬।২০২১
জীবন যখন বারোআনা, তুমি তখন পড়ে পাওয়া চোদ্দ আনা।রোদের খেলা,সারাবেলা, প্রশ্ন শত,তারপরে ভাদ্র এলো,তোমার তখন রোগ,বাহারি শোক।আমি কেমন ভ্যাবলা হই,কত কথা, শিকল কই?আমার চোখে …

 


দৈনিক কবি সম্মাননা 


শিরোনাম -এই জীবন 

কলমে -ঝুমা মল্লিক

২১।৬।২০২১


জীবন যখন বারোআনা, তুমি তখন পড়ে পাওয়া চোদ্দ আনা।

রোদের খেলা,সারাবেলা, প্রশ্ন শত,তারপরে 

ভাদ্র এলো,তোমার তখন রোগ,বাহারি শোক।

আমি কেমন ভ্যাবলা হই,কত কথা, শিকল কই?

আমার চোখে তখন রোদ, টানাপোড়েন ক্রোধ।

তুমি কেমন আবোলতাবোল।ভুলে ভরা হাকিম।

খয়েরী রঙের সুতোয়, ফুল বাঁধো দেখি।

আমি বলেছি,জীবন যখন আছে 

বাঁচার মতো বাঁচো।একটা জীবন, চেয়ে আছে দেখো। নদনদী,পাহাড়পর্বত,সবাই কেমন একলা।

আমি,তুমি,তোমরা।সবাই আজও একা।

আমি আজ পদ্মপাতায় পদ্য লিখি।

মানুষ সেজে,মানুষ খুঁজি। এমনটাই ভালো বুঝি।

এক জীবনে চাওয়া পাওয়া ডুবিয়ে দিয়ে।

জীবনটা কে ভাসিয়ে রেখো।জীবন যেন জীবন্ত হয়।ভালোবাসা খাঁটি।

সাধের জনম সাজিয়ে রেখো।

নইলে, সব কেমন ফাঁকি। 

এই তো জীবন, ছোট্ট জীবন।