Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ ঃ কবিতাশিরোনাম ঃ অবশিষ্টকলমে ঃ এস এম মোতাহার হোসেনতারিখ ঃ ২১/০৬/২০২১
তুমি দেখেছ সাগরের বিশলতাদেখেছ ঊর্মিমালার নৃত‍্য,দেখোছ কি, সুগভীর জলের অতলেব‍্যথিত কাতরতা চিত্ত।
হে আকুল পিয়াসী, জুড়িয়েছ মুগ্ধতায়তোমার…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ ঃ কবিতা

শিরোনাম ঃ অবশিষ্ট

কলমে ঃ এস এম মোতাহার হোসেন

তারিখ ঃ ২১/০৬/২০২১


তুমি দেখেছ সাগরের বিশলতা

দেখেছ ঊর্মিমালার নৃত‍্য,

দেখোছ কি, সুগভীর জলের অতলে

ব‍্যথিত কাতরতা চিত্ত।


হে আকুল পিয়াসী, জুড়িয়েছ মুগ্ধতায়

তোমার অশান্ত তনুমন,

ওই প্রসারিত সাগরবক্ষে সিঞ্চিত ফেনিল

বলো, কোন যাতনার উদগীরণ?


জোয়ার ভাটার সুর ছন্দে মাতোয়ারা

তোমার তৃষিত নয়নি,

বেলাভুমিতে আছড়ে পড়ে ঢেউ, সে কী?

ক্রুদ্ধতার গর্জনি নাকি করুণ কান্নার দহনি।


মানবের অন্তরাত্মার পাদদেশে

সুবিশাল সাগর প্রবাহমান,

সেথা নিত‍্য কোলাহল জলের কলরোল

জোয়ার ভাটার টানা পোড়ণ আবহমান।


কোন সে পাথার জলে সরোবর

নিয়ত ভেজায় কবির বক্ষতল,

বিষাদিত শব্দ ছন্দ সৃজন তরঙ্গে নিত‍্য দ্বন্দ্ব

কাব‍্যিক প্রবাহ মৃদুমন্দ ব‍্যথার অশ্রুজল।


উচ্ছল হাসির আড়ালে লুকিয়ে থাকে

না বলা কত কষ্ট,

বাইরে ঝলমলো ভেতরে নিকষ কালো

দাহক্লিষ্ট ছাই অবশিষ্ট।


 (রচনাকাল ঃ ০৬/০৫/২০২১ইং

  ফরিদপুর।)