Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতা – মেঘে ঢাকা জীবনবিভাগ  – গদ্য কবিতাকবি   –  স্বপন গায়েনতারিখ – ২২/০৬/২০২১ **********************
মেঘে ঢাকা তারাদের মতো মানুষের জীবন মেঘে ঢেকে গেছেগন্ধহীন বিবর্ণ ফুলের মতো অসহায় জীবনমুক্তির পথ হারিয়ে ফে…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতা – মেঘে ঢাকা জীবন

বিভাগ  – গদ্য কবিতা

কবি   –  স্বপন গায়েন

তারিখ – ২২/০৬/২০২১ 

**********************


মেঘে ঢাকা তারাদের মতো মানুষের জীবন মেঘে ঢেকে গেছে

গন্ধহীন বিবর্ণ ফুলের মতো অসহায় জীবন

মুক্তির পথ হারিয়ে ফেলেছে বিপন্ন সময়ের কাছে।


মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে কবে উঠবে সোনালী রোদ্দুর

ভালোবাসার উঠোন ডুবে গেছে অচিন জ্যোৎস্নায়

মেঘের জীবনে লুকোচুরি খেলা চলে আজীবন।


সুখ হারিয়ে গেছে হৃদয়ের অলিন্দ থেকে-

ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ মানুষকে অসহায় করে তুলেছে

মাঠগুলো ডুবে গেছে বর্ষার প্রথম বৃষ্টিতে।


ডুবে যাচ্ছে ফসলের মাঠ, সুখ ভেসেছে অন্ধকারে

ভাঙাচোরা মনের খবর ক'জন রাখে -

মেঘে ঢাকা জীবন কতদিন চলবে কেউ জানে না।


পাথর চাপা হৃদয় বড় কষ্টে আছে ...

ভোরের আলোতে কোনো খুশির আছে কী, মানুষ বাঁচে আশায়

সত্যি জীবনের গল্প বডই দুঃখের, বিবর্ণ মানুষের অলিখিত বর্ণমালা।


           *******