Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ : ছড়া কবিতা শিরোনাম: ওরা কথা কয়নাকলমে: গোবিন্দ সিংহরচনাকাল:২৪/০৬/২০২১***************************************     কান করে ঝালাপালা,পরাণ হয় ফালাফালা।জলে ঢেউ থৈ থৈ,পানকৌড়ি নাচে ক‌ই।
ঘোড়া ছোটে টগবগ,নেতা করে বকবক।পাতি হাঁসের…

 


বিভাগ : ছড়া কবিতা 

শিরোনাম: ওরা কথা কয়না

কলমে: গোবিন্দ সিংহ

রচনাকাল:২৪/০৬/২০২১

***************************************     

কান করে ঝালাপালা,

পরাণ হয় ফালাফালা।

জলে ঢেউ থৈ থৈ,

পানকৌড়ি নাচে ক‌ই।


ঘোড়া ছোটে টগবগ,

নেতা করে বকবক।

পাতি হাঁসের চৈ চৈ,

শামুক ভেঙে দেবে স‌ই।


শালিকের দানাপানি,

আছে লোকের কানাকানি।

বাজারের হৈচৈ,

বেণী পিসির মাছ ক‌ই।


পায়রা ডাকে বকম বকম,

ময়ূর শুনে তুললো পেখম।

ছোট্ট খুখীর হাত তালি,

পাগল শুধু হাসে খালি।


গোরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ,

জিলাপির প্যাঁচ প্যাঁচ।

ঠাকুরমার খুক খুক,

ঠাকুর দাদার তাতেই সুখ।


শীতের এই কনকনি,

গরিবের ঠনঠনি।

মুরগির কক্ কক্,

শিয়ালের হাঁক ডাক।