##অষ্টাদশী আঁচল ##
যেদিন ডাক দিলে আমায় সুদূর নিহারিকার বালুকা বেলায়অচিনপুরে বিকশিত সীমন্তরাগ অবজ্ঞার চিল চিৎকারে অস্থির হয় নিভৃত স্বপ্ননীড় ।
চাঁদ কি লুকিয়েছে অষ্টাদশীর আঁচলে লাজে রাঙা রাঙ্গামাটির দাওয়ায় লুকোচুরি খেলে তোমার আ…
##অষ্টাদশী আঁচল ##
যেদিন ডাক দিলে আমায়
সুদূর নিহারিকার বালুকা বেলায়
অচিনপুরে বিকশিত সীমন্তরাগ
অবজ্ঞার চিল চিৎকারে
অস্থির হয় নিভৃত স্বপ্ননীড় ।
চাঁদ কি লুকিয়েছে অষ্টাদশীর আঁচলে
লাজে রাঙা রাঙ্গামাটির দাওয়ায় লুকোচুরি খেলে
তোমার আমার নিরাভরণ সমর্পণের ভালোবাসা
অনাহুত আগন্তুক ডেরা জমায়
কাঙ্খিত বাসনা মিলন মেলায় ।
তিতাসের গোলাপি অভিযাত্রায়
আলিঙ্গনের নিবিড় অভ্র শুভেচ্ছা
সোহাগী ঠোঁটে নির্জন চুমু
নিষিক্ত বিজনে সানন্দা অভিমান ।
## নাসরিন জাহান সিদ্দিকী ##
বহরমপুর মুর্শিদাবাদ
16 / 06 / 2021