Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

16/6/2021 কবিতা *ঘ্রাণের টানে আবার ফিরি গানে*
       অসীম দাস 
পড়তি বিকেল ডাক পাঠালো ছাদে ছাদের সুরে কিশোর বাজায় বাঁশি বাঁশির সুখে মেঘ মালা আহ্লাদে আহ্লাদিত বৃষ্টি বনবাসী !
বাসি কাজেই কাটছে বেবাক দিন দিনের দ্বারে ভীষণ কলরব কলরবে হার…

 


16/6/2021 

কবিতা 

*ঘ্রাণের টানে আবার ফিরি গানে*


       অসীম দাস 


পড়তি বিকেল ডাক পাঠালো ছাদে 

ছাদের সুরে কিশোর বাজায় বাঁশি 

বাঁশির সুখে মেঘ মালা আহ্লাদে 

আহ্লাদিত বৃষ্টি বনবাসী !


বাসি কাজেই কাটছে বেবাক দিন 

দিনের দ্বারে ভীষণ কলরব 

কলরবে হারায় নতুন বীণ 

বীণ ছাড়া কি ঢেউ তোলা সম্ভব ?


অসম্ভবের মুখ চাপা দিই আশায় 

আশার দাঁড়ে অচেনা মৌটুসী 

মৌটুসী মন ময়ূরপঙ্খী ভাসায় 

ভাসতে ভাসতে শরত -স্বপ্ন পুষি ।


পুষলে কি আর মুক্ত হবে ডানা 

ডানার ভারে প্রৌঢ় হলো আকাশ 

আকাশ ঘরে উড়তে তো নেই মানা 

মানতে মানতে ফুরিয়ে আসে বাতাস ।


বাতাস শ্বাসে জাগছে কই এর প্রাণ 

প্রাণের শক্তি খঞ্জনা নাচ জানে 

জানতে চাওয়ায় অমূল্য এক ঘ্রাণ 

ঘ্রাণের টানে আবার ফিরি গানে ।