#প্রেমিকের ঠোঁটেও থাকে হেমলক
#সৈয়দ সওকাত হোসেন 22/06/2021
মেয়েটি তখন অষ্টাদশী যুবতি এক উড়ন্ত বালিহাঁস বুকেতে জঙ্গলে ভরা পাহাড় , চোখে ঝরনা নগ্ন চাঁদকে সাক্ষী রেখে তাকে ছুঁয়েছিল একটা নয় , দু দুটো জ্যান্ত প্রেমিক ।
সে…
#প্রেমিকের ঠোঁটেও থাকে হেমলক
#সৈয়দ সওকাত হোসেন
22/06/2021
মেয়েটি তখন অষ্টাদশী যুবতি
এক উড়ন্ত বালিহাঁস
বুকেতে জঙ্গলে ভরা পাহাড় , চোখে ঝরনা
নগ্ন চাঁদকে সাক্ষী রেখে তাকে ছুঁয়েছিল
একটা নয় , দু দুটো জ্যান্ত প্রেমিক ।
সে এখন নারী
এতদিনে বুঝে গেছে
প্রেমিকের ঠোঁটেও থাকে হেমলক ,
সে একাএকা হেঁটে যায়
পাতাঝরা বিকেলের বিষণ্ণ পথে
গঙ্গার ওপারে তখন সূর্য ঝাঁপ দেয় ।
ওই দুজন কি আদৌ প্রেমিক ছিল , না পুরুষ
ভেবেভেবে কাটে ঝলসানো দুপুর
দুটো পুরুষের ভালোবাসার গল্প বলেছিল
সে আমাকে ... ।।