Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-গদ্য কবিতাশিরোনাম-চলো উড়নচণ্ডী হইকলমে-শুভা রায়তারিখ-০৩/০৬/২০২১
চলো সবাইমিলে আজ উড়নচণ্ডী হয়ে পালিয়ে যাই... দূরে, বহুদূরে--কোনো নির্জন দ্বীপে;যেখানে পারিজাত পুষ্পের অন্তহীন বারিধারায় ধুয়ে যাচ্ছে--পৃথিবীর সব কলঙ্ক, সব কা…

 


বিভাগ-গদ্য কবিতা

শিরোনাম-চলো উড়নচণ্ডী হই

কলমে-শুভা রায়

তারিখ-০৩/০৬/২০২১


চলো সবাইমিলে আজ উড়নচণ্ডী হয়ে পালিয়ে যাই... দূরে, বহুদূরে--

কোনো নির্জন দ্বীপে;

যেখানে পারিজাত পুষ্পের অন্তহীন বারিধারায় ধুয়ে যাচ্ছে--

পৃথিবীর সব কলঙ্ক, সব কালিমা!

চলো ভেসে যাই মেঘের ভেলায়...

তারপর বৃষ্টি হয়ে ঝরে পরি--

জ্যৈষ্ঠের তৃষ্ণার্ত মাটিতে;

শীতলতায় ভরিয়ে দিই উষ্ণ ধরণী।

পলি পড়া নদীটার হতাশা দূর করে--

ওকে আবার স্রোতস্বিনী করে তুলি নুড়ি,পাথর আর আবর্জনা সরিয়ে।

পাহাড়ের একাকীত্বের ক্যানভাসে এঁকে দিই প্রণয়ের চুম্বন!

চলো মাঝ সমুদ্রের নীরবতা ভাঙ্গি জলে আঁকি বুকি কেটে--

ওর বুকের গভীর থেকে মুক্তকনা তুলে এনে ওকেই দিই উপহার।

চলো ঝর্নার অবগাহনে ছেড়ে দিই নিজেকে;

ওর জলতরঙ্গের মূর্ছনায় ভেসে যাই;

আনন্দ রাগিণী তে হারিয়ে ফেলি নিজেকে--

নীলকন্ঠ পাখির ডানায় ভর করে উড়ে যাই অসীমের সীমানায়।

ফিরিয়ে আনি সুস্থ পুরোনো পৃথিবীটাকে--

যাবে??

চলো সবাই মিলে যাই।।