Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননাবিভাগ      : কবিতা শিরোনাম : তুমি যাকে ভালবাসো...স্থান          : হাজারিবাগ ঝাড়খন্ড তারিখ      : 02/06/2021~~~~~~~~~~~~~~~~~~~~~সৃজনে      : তাপস পাল ~~~~~~~~~~~~~~~~~~~~~তোমার আমার আমাদের অভিমান গুলো প্রতি…

 


দৈনিক সেরা কলম সম্মাননা

বিভাগ      : কবিতা 

শিরোনাম : তুমি যাকে ভালবাসো...

স্থান          : হাজারিবাগ ঝাড়খন্ড 

তারিখ      : 02/06/2021

~~~~~~~~~~~~~~~~~~~~~

সৃজনে      : তাপস পাল 

~~~~~~~~~~~~~~~~~~~~~

তোমার আমার আমাদের অভিমান গুলো 

প্রতিদিন কেন এতো সুন্দর...

তুমি যাকে ভালোবাসো 

কেন বাসো জানো কি তা...

অভিমানের জুঁই চামেলি হাসনুহানা 

ফুটুক সেখানে দিনের শুরু যেখানে...

যার চোখে নিজের প্রতিচ্ছবি

খুঁজে ফেরো প্রতি মুহুর্তের তুমি.. 

তুমি যাকে ভালোবাসো 

সারাদিনের কাজের ফাঁকে 

তাকে কতটুকু মনেকর...

হয়তো সে আসে ফিরে বারে বারে 

শান্ত জলে ঢেউ এর মতন...

জিজ্ঞাসা ভাসে, থাকি সাথে 

তোমার অনুভবে সব কাজের মাঝে...

বুকের ভাঁজে লুকিয়ে কি রাখো তারে 

প্রতিটি ওঠানামায়...হয়তো রাখো, 

ভেবেছ কি দিগন্তের পাড়ে একলা অশত্থ্ 

কেমন করে গুমড়ে মরে...

তুমি যাকে ভাবো দিনের আলোয়, 

রাতের অন্ধকারে একলা বিছানায়... 

সেকি আসে হামাগুড়ি দিয়ে 

পেঁচার মতন মনের নিশুতিতে...।