Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম_আত্মার_অস্তিকলমে_গৌরী_ঘোষতারিখ_২২_৬_২০২১*************************প্রথম যেদিন হলো কথাগাঙ্গ ভাসলো বাণে, নদীর নুপুর রুম ঝুমিয়ে গাইলো বাউল তানে
উড়লো পাখি ঝাঁকে ঝাঁকে মেঘের রেণু ছুঁয়ে, নীলের আকাশ দিন ভুলে যায়চাঁদনী রাতে নুয়…

 


শিরোনাম_আত্মার_অস্তি

কলমে_গৌরী_ঘোষ

তারিখ_২২_৬_২০২১

*************************

প্রথম যেদিন হলো কথা

গাঙ্গ ভাসলো বাণে, 

নদীর নুপুর রুম ঝুমিয়ে 

গাইলো বাউল তানে


উড়লো পাখি ঝাঁকে ঝাঁকে 

মেঘের রেণু ছুঁয়ে, 

নীলের আকাশ দিন ভুলে যায়

চাঁদনী রাতে নুয়ে।


পাগলী মন খোঁজে সেথায়

জোছন ভরা আয়না,

পলক মিলে ভীড় ধরেছে

সম রীতির বায়না


এপার ওপার মধুমাছি 

গুন গুনিয়ে  কয়, 

তুমি বিনা অন্তরালে

আঁধার, নিশি, বলয়।


চাঁদ সূর্য মাটির মাঝে

যেমন আছে ধারা, 

আত্মা জুড়ে অস্তি তুমি

জীবন স্ফটিক ফোয়ারা।