নীরবতা!কলমে-তনুশ্রী (চুমকি)তাং-11/06/21
নীরবতা যদি কথাই বলে তবেকেন ওদের কথা কেউ পায় না শুনতে,অস্তিত্ব যখন টিকে থাকার ক'জন পারে জানতে!হৃদয় জুড়ে হাহাকার মিশে যায় অসীমের বুকে,ওষ্ঠাগত প্রাণ টা শুধু মৃত্যুর পথে ধুকে।ইতিহাস সাক্ষ…
নীরবতা!
কলমে-তনুশ্রী (চুমকি)
তাং-11/06/21
নীরবতা যদি কথাই বলে তবে
কেন ওদের কথা কেউ পায় না শুনতে,
অস্তিত্ব যখন টিকে থাকার ক'জন পারে জানতে!
হৃদয় জুড়ে হাহাকার মিশে যায় অসীমের বুকে,
ওষ্ঠাগত প্রাণ টা শুধু মৃত্যুর পথে ধুকে।
ইতিহাস সাক্ষী আছে আদিম যুগ থেকে,
সময় শুধু অবিনশ্বর,কখন কার কপালে থাকে!
জাগতিক নক্ষত্ররাই কেবল দেখ মহাশূন্যে ছুটছে,
গোলকের উপর দাঁড়িয়ে কেউ তো খবর রাখছে!