কমলিনী রাই
গগনে গরজে ঘন ঘন দেয়াঅঝোর ধারায় বারি ঝরে,চন্দ্রাবলী কুঞ্জ সাজায়রাই চলে অভিসারে ।
বিজুরী চমকে শিখী মেলে পাখাকেকা রব ওঠে সঘনে,যমুনা উজায় দু-কূল প্লাবিয়াভরা শ্রাবণের বরিষণে ।
ঘরেতে রয়েছে জটিলা কুটিলা কূল কলঙ্কের কালিমা…
কমলিনী রাই
গগনে গরজে ঘন ঘন দেয়া
অঝোর ধারায় বারি ঝরে,
চন্দ্রাবলী কুঞ্জ সাজায়
রাই চলে অভিসারে ।
বিজুরী চমকে শিখী মেলে পাখা
কেকা রব ওঠে সঘনে,
যমুনা উজায় দু-কূল প্লাবিয়া
ভরা শ্রাবণের বরিষণে ।
ঘরেতে রয়েছে জটিলা কুটিলা
কূল কলঙ্কের কালিমা ভয়,
শ্যাম - অনুরাগী মানেনা কিছুই
কানুর পিরীতি বিষম দায় ।
কাঁখেতে গাগরী দুরু দুরু হিয়া
ভীরু চোখে চায় কমলিনী,
অনুরাগে শ্যাম রাঙাবে আজিকে
রাতুল চরণ দু -খানি ।
ঘন তমসায় পথ দুর্গম
সিক্ত কদম পড়িছে ঝুরে,
দাদুরী করিছে ঘোর কলরব
রাই চলে অভিসারে ।।
✍️ স্বপ্না মুখার্জী