Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

---পুনর্জন্ম---তারিখ-২৮.০৬.২০২১
লভিয়া জনম পুণ্যস্নানে স্নাত এ বাংলা-প্রাণ,মেলেছিনু আঁখি,হাতে-ঠোঁটে বোলদেহমনে কলতান.এসেছে ছন্দ,দুচোখে শুধুইরবীন্দ্র-নজরুল,প্রাণপাখি ওড়ে,কল্লোলে-সুরেকুঁড়ি হয়ে ওঠে ফুল.সহসা হঠাৎ ছাইল আঁধারতমসা যে ঘনঘো…

 


---পুনর্জন্ম---

তারিখ-২৮.০৬.২০২১


লভিয়া জনম পুণ্যস্নানে 

স্নাত এ বাংলা-প্রাণ,

মেলেছিনু আঁখি,হাতে-ঠোঁটে বোল

দেহমনে কলতান.

এসেছে ছন্দ,দুচোখে শুধুই

রবীন্দ্র-নজরুল,

প্রাণপাখি ওড়ে,কল্লোলে-সুরে

কুঁড়ি হয়ে ওঠে ফুল.

সহসা হঠাৎ ছাইল আঁধার

তমসা যে ঘনঘোর,

হইল রুদ্ধ লৌহকপাটে

রক্তে রাঙিল দোর.

চারিদিকে তার শুধু হাহাকার

ধিক্কার দেওয়ালেতে,

মাথা ঠুকে মরি,বুঝি না কি করি

শ্বাস মৃত্যুরই সাথে.

কন্টকতারে ঝাপটাই ডানা

বাঁচারই অঙ্গীকারে,

ঘেয়ো কুকুরের ন্যায়ে লাঞ্ছনা-

গঞ্জনা ঘিরে ধরে.

মৃত্যুরই কোলে ঢলি যে অকালে

সহসা এ কোন আলো,

এ কোন সূর্য,এ কোন শুদ্ধি

আজি আমায় রাঙালো!

ছুঁইল আমারে "পরশ পাথর"

লৌহ হল যে স্বর্ণ,

দেহমন জুড়ে একাকার সুরে

সোহাগ "আলোকবর্ণ"....

নিই আশ্রয় বাংলারই কোলে

লভিয়া পুনর্জন্ম,

বাংলারই বোলে কলতান চলে

আসে সুরে-তালে সাম্য.

মন দরিয়ায় ফুটে ওঠে ফের

বিভূতি-শরৎচন্দ্র

দুহাতে পিপাসা, কলমে যে ভাষা

রাঙিল কলিজা-রন্ধ্র.......


কলমে-রশ্মিতা দাস