#বিভাগ-কবিতা============🌹#বর্ষে_হর্ষে🌹=============✍️ #দেব_নির্মল-১৩ই আষাঢ় ,১৪২৮(২৮/৬/২০২১)====================================নেই থামা, শুধু ঝরা উচ্ছ্বসিত বর্ষণশীতল ঝরো হাওয়ায় কাঁপে তনুমন
ঝিঁঝিঁ পোকা চারিধারে করে গুঞ্জনব্যাঙেদে…
#বিভাগ-কবিতা
============
🌹#বর্ষে_হর্ষে🌹
=============
✍️ #দেব_নির্মল-১৩ই আষাঢ় ,১৪২৮(২৮/৬/২০২১)
====================================
নেই থামা, শুধু ঝরা উচ্ছ্বসিত বর্ষণ
শীতল ঝরো হাওয়ায় কাঁপে তনুমন
ঝিঁঝিঁ পোকা চারিধারে করে গুঞ্জন
ব্যাঙেদের কলরবে মুখরিত কানন
লতাগুল্ম পড়ছে নুয়ে নৃত্যের ছন্দে
মহীরুহ স্নাত হয়ে মেতেছে আনন্দে
ভরা কোটালে নদীনালা নব যৌবনা
রুপোলী ফসলে ভরবে গঙ্গা, যমুনা
মাঠে জলরাশি, চাষিদের মুখে হাসি
ভীত কত পরিবার যদি হয় বানভাসি
ছোট্ট খোকা ভাসায় কাগজের নৌকা
হরষায় মনে বাণিজ্যের উপক্রমণিকা
পাখপাখালি গুটিসুটি কাঁপে কোটরে
গরু-বাছুর জাবর কাটে খামার ঘরে
ময়ুর নাচে জঙ্গলে রঙিন পেখম তুলে
প্রেম খোঁজে সঙ্গহীন বিরহ ব্যথা ভুলে
নিসর্গ শোভায় কেউ হাসে, কেউ ভাসে
বসুন্ধরা সুখে হাসে সৃষ্টিসুখের উল্লাসে
বিশ্বের সৃষ্টিকর্তা নয় ভ্রান্ত ধর্মপ্রচারক
ধ্বংসের মাঝে প্রাণের সৃষ্টি -সঞ্চারক
♣==========♥===========♣
🏡বৈদ্যবাটী-হুগলি,ভারতবর্ষ
*****************************************
✍️ #Dev_Nirmal - Baidyabati, W.B., India
******************************************