কবিতা _স্বপ্নের ফেরিওয়ালা সীমা দাশশর্মা সামন্ত ..15/6/2021.........................হেঁকে যায় স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন নেবে গো .........স্বপ্ন .....সুখের নীড় বাঁধা স্বপ্ন নিয়ে কোনও তরুণীর কেটে যায় বিনিদ্র রজনী ,অর্ধ অনাহারে থাকা …
কবিতা _স্বপ্নের ফেরিওয়ালা
সীমা দাশশর্মা সামন্ত
..15/6/2021.........................
হেঁকে যায় স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্ন নেবে গো .........স্বপ্ন .....
সুখের নীড় বাঁধা স্বপ্ন নিয়ে কোনও তরুণীর কেটে যায় বিনিদ্র রজনী ,
অর্ধ অনাহারে থাকা কোনও শিশু
স্বপ্ন দেখে পেটপুরে খাবার ,
কোনও বারবনিতা চোখে স্বপ্ন আঁকে
স্বামী-সোহাগী হবার ,
স্বপ্ন নেবে গো ........স্বপ্ন ....
হেঁকে যায় স্বপ্নের ফেরিওয়ালা |
রক্তঘাম ঝরানো দিনমজুর ইমারত তৈরী করতে করতেও
নিজস্ব অট্রালিকা হবার স্বপ্নে মগ্ন থাকে সে |
স্বামীর লাম্পট্য ,অত্যাচার সয়ে যাওয়া বধুটিও
স্বপ্নের কাজল পড়ে ,স্বামীকে একান্ত নিজের করে পাওয়ার |
স্বপ্ন নেবে গো ........স্বপ্ন ....
হেঁকে যায় স্বপ্নের ফেরিওয়ালা |