Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

প্রতিদিন সেরা সম্মাননা পর্ব,             বিষয়—কবিতা,শিরোনামঃ— আদিমতার দান,কলমেঃ—করবী  খাসনবিশ,15/6/2021 ************আদিমতার তৃষ্ণায় সৃষ্টির অঙ্কুরোদ্গম  হয়,অন্ধকারের অন্তলীন গর্ভে জন্ম নেয় প্রেম—চিনাংশুক আলোকের মতো। আদিমতার বন্ধ…

 


প্রতিদিন সেরা সম্মাননা পর্ব,             

বিষয়—কবিতা,

শিরোনামঃ— আদিমতার দান,

কলমেঃ—করবী  খাসনবিশ,

15/6/2021

 ************

আদিমতার তৃষ্ণায় সৃষ্টির অঙ্কুরোদ্গম  হয়,

অন্ধকারের অন্তলীন গর্ভে জন্ম নেয় প্রেম—

চিনাংশুক আলোকের মতো। 

আদিমতার বন্ধন থেকে মুক্তি নেই মানবতার মুক্তি নেই সচল সজীবতার  মুক্তি নেই কারো। 

আমরা পৃথিবীর কাছে বারে বারে আসি—

রক্তিম প্রত্যাশায়  কিংশুকের মতো। 

তারপর------------

জামার নীচে ঘর্মাক্ত  শরীর বারুদের উত্তাপে ভরা। 

বুকের খাঁচায় অজস্র প্রত্যাশা নিত্য মৃত্যু  যন্ত্রণায় ভোগে । 

দুচোখের দেশলাই  একদিন জ্বালবে নির্মম আগুন,সব অন্ধকার দূ-------র করে  দেবে 

একটু আলোর তৃষ্ণায়। 

তা নাহলে সব শেষে -----------

ঝরে যাবে আমাদের সাবুজিক পাখনা,

ফ্যাকাশে হয়ে যাবে সব ভালোবাসা 

অস্তিত্বের  অন্ধকারে। 

তবুও আমরা আসব ফিরে ফিরে এই মাটির আলিঙ্গনে। । 

***************************