Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

যদি কথা বলো 
অমল কুমার বর্মন 
যদি কথা বলো,বৃষ্টি হতে পারে এখন আষাঢ় মেঘে ঢাকা ঘরে, ঝরঝর ঝরে শুধুই বৃষ্টিকে মনে পড়ে।
যদি কথা বলো,ভরভর জলে ঘর  ভাসতে পারো,হাসতে পারো,হতে পারে জ্বর ভাইরাস গ্রন্থে মুখোমুখি পরস্পর।
যদি কথা বলো,আগুনে জ্বলতে পা…


যদি কথা বলো 

অমল কুমার বর্মন 

যদি কথা বলো,বৃষ্টি হতে পারে
এখন আষাঢ় মেঘে ঢাকা ঘরে,
ঝরঝর ঝরে শুধুই বৃষ্টিকে মনে পড়ে।

যদি কথা বলো,ভরভর জলে ঘর 
ভাসতে পারো,হাসতে পারো,হতে পারে জ্বর
ভাইরাস গ্রন্থে মুখোমুখি পরস্পর।

যদি কথা বলো,আগুনে জ্বলতে পারে জল
এখন আষাঢ় আকাশটা মুগ্ধ অবিকল,
চোখে জল জলের কবিতা সহাস্য সচল।

যদি কথা বলো,মাঠে ধান ভরপুর 
নাচতেই পারে ময়ূর নূপুর,
কদম ফুলের কোলে মধুপুর। 

১৮ জুন ২০২১