Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ      :  কবিতা শিরোনাম :  কোথাও কিছু নেই অনন্ত অনুভবে ভাঙে পাড়..স্থান          : হাজারিবাগ ঝাড়খন্ড তারিখ      : ১৮/০৬/২০২১======================~~~~~ তাপস পাল ~~~~======================তখন মধ্যরাতের খোসা ছাড়ানো আত্মার শরীরে …

 


বিভাগ      :  কবিতা 

শিরোনাম :  কোথাও কিছু নেই অনন্ত অনুভবে ভাঙে পাড়..

স্থান          : হাজারিবাগ ঝাড়খন্ড 

তারিখ      : ১৮/০৬/২০২১

======================

~~~~~ তাপস পাল ~~~~

======================

তখন মধ্যরাতের খোসা ছাড়ানো 

আত্মার শরীরে ছোট নদী এগিয়ে চলেছে... 

নিকষ অন্ধকার নিস্তব্ধতাকে চিরে 

শুধু খস খস শব্দ...দুপাড় ছুঁয়ে, 

কোথাও কিছু নেই অনন্ত অনুভবে ভাঙে পাড়...

ভাঙে ফেনিল উচ্ছ্বাসে আছড়ে পড়া দীর্ঘ দীর্ঘশ্বাস... 

এখান থেকেই শুরু হয়েছিল খুঁজে পাওয়া, 

ভালোবাসায় রহস্য রোমাঞ্চ 

সে সব ইতিহাস হতে চেয়েছিল,

অবয়ব আদল কথা বলে চোখে জমা শিশির নিয়ে... 

এখানে এসে সবুজ ঘাসে ডুবে যায় 

শালিখের হলুদ ঠ্যাঙ, 

চাঁদ জোছনার নির্লজ্য রাত্রির অভিসারে 

ঘনিভূত শিশিরের আলিঙ্গন ঘাসের উপর.. 

দোতারায় সব তারের সুর বাজে, 

এখানে এসে মৃত্যুকে দেখেছি জীবাশ্ম হতে..

অতিক্রান্ত সময়ের নির্যাস 

পৃথিবীর গোলার্ধ স্পর্শ করার আগে 

আমাদের সব কথাগুলো 

শুকনো পাতার মতন ঝরে যায়... 

এই ঝরে পড়ায় রচিত মহামিলন 

ধূলি ধূসরিত মাটির অমৃত সজ্জায় 

মিশে যেতে চাওয়া...নিভৃত যতনে...।