Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

চিঠিখানি দিলাম হাওয়ায় ভাসিয়ে
চিঠিতে আজ আরঠিকানা দিলাম না,সে দিনের মতো আরপোস্টেও দিয়ে আসিনি;পাতার উপর লেখা কথাগুলোশুধু হাওয়ায় ভাসিয়ে দিলাম।দিনের শেষে যখন তুমিব্যালকনিতে এসে আকাশ দেখতে থাকো,তখন হয়তো ভেসে আসবেনীল কাগজের উপর লেখাচিঠ…

 


চিঠিখানি দিলাম হাওয়ায় ভাসিয়ে


চিঠিতে আজ আর

ঠিকানা দিলাম না,

সে দিনের মতো আর

পোস্টেও দিয়ে আসিনি;

পাতার উপর লেখা কথাগুলো

শুধু হাওয়ায় ভাসিয়ে দিলাম।

দিনের শেষে যখন তুমি

ব্যালকনিতে এসে আকাশ দেখতে থাকো,

তখন হয়তো ভেসে আসবে

নীল কাগজের উপর লেখা

চিঠি খানি;

ইচ্ছে গেলে হাত বাড়িয়ে

ধরে পড়তে পারো,

আবার না গেলে

উড়ে যেতে দিও দিগন্তের

শেষ সীমানা পর্যন্ত।

তোমার ডাইরির

গোপন ভাঁজের ভিতরে হয়তো সে রইবে না,

আটকে থাকবে

কোন কাঁটা ঝোপের মাঝখানে;

আকাশ দেখবে,

বাতাস পড়বে,

শিশিরের গন্ধ লেগে থাকবে তাতে।

বেনামী চিঠি গল্প শোনাবে

রাতের আকাশটাকে,

জোনাকীরা থাকবে সাথে।

তুমিও হয়তো শুনতে পাবে

ভোরের কোকিলের ডাকে,

ঠিকানা শুধু দিয়ে আসিনি চিঠিতে,

ফেলে আসিনি তারের ডাকে। 


পুলক চক্রবর্তী