Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা --ভিতকলমে--ছবি সিনহা বসু
দিনরাতের গূঢ় বেদনা যখন ছত্রখান হয়ে যায়, পশ্চিমের আকাশ কালো হয়ে ওঠে মন তখন খুঁজে পেতে কিছু সবুজ সংগ্রহ করে আনে।লাল নীল বিদ্রূপের কণা মজা পুকুরে ঝাঁপ দিয়ে লজ্জা ঢাকে। শ্যাওলার সবুজ, …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা --ভিত

কলমে--ছবি সিনহা বসু


দিনরাতের গূঢ় বেদনা যখন ছত্রখান হয়ে যায়, পশ্চিমের আকাশ কালো হয়ে ওঠে মন তখন খুঁজে পেতে কিছু সবুজ সংগ্রহ করে আনে।

লাল নীল বিদ্রূপের কণা মজা পুকুরে ঝাঁপ দিয়ে লজ্জা ঢাকে। শ্যাওলার সবুজ, কচুরিপানা র গন্ধ মিলেমিশে একাকার হয়। 

বকুলের সুবাস, কামিনীর সুগন্ধ, শিউলি র গালিচা সবটা গায়ে মেখে নিয়ে নির্লিপ্ত হয়ে সবুজ যাপন করা এই ক্ষত বিক্ষত মনের মেয়াদ ফুরিয়ে আসছে। 

ছাদ বাগানের সদ্য ফোটা কলির মধ্যে সেই অচিন পুরের নাম না জানা বুনোফুলের গন্ধ খুঁজি আজকাল ! সকাল বেলার সোনালী আলো আর মধ্য রাত্রির নীলচে আকাশে আজ আর কোনো তফাৎ দেখিনা।

জীবনের দায়ভারে কেটে ফেলেছি মহীরূহ' র এক একটা ডাল। লতানে গাছ গুলো আজ বড়ো আপন মনে হয়। ওদের বিশেষ কোনো যত্ন করতে হয় না। মেরুদন্ডী প্রাণীদের মতো ওরাও বুক টেনে টেনে দিনযাপন করে। 

মাথা তুলে দাঁড়াতে গেলে শক্ত ভিত লাগে। চারিদিকে সব বিক্রীত জমি, বহুতলের হুমকিতে দরজা বন্ধ করে বসে আছি। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একবিংশ শতাব্দীর আগ্রাসন ! 

শক্ত ভিত সে আজ কোথায় !