Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#গদ্যকবিতা #বেঁচে_থাক_‌ওদের_ভালোবাসা#পিউ_হালদার_‌আশ১৪..০৬..২০২১
বেঁচে থাক ওদের ভালোবাসা না থাকুক ওদের মাথার ওপর ছাদনা থাকুক ওদের পরার মতো বস্ত্র না থাকুক ওদের সমাজে মান সম্মান তবুও ওরা ভালোবাসে একে অপরকে। 
দুবেলা দুমুঠো অন্নের জোগা…

 


#গদ্যকবিতা 

#বেঁচে_থাক_‌ওদের_ভালোবাসা

#পিউ_হালদার_‌আশ

১৪..০৬..২০২১


বেঁচে থাক ওদের ভালোবাসা 

না থাকুক ওদের মাথার ওপর ছাদ

না থাকুক ওদের পরার মতো বস্ত্র 

না থাকুক ওদের সমাজে মান সম্মান 

তবুও ওরা ভালোবাসে একে অপরকে। 


দুবেলা দুমুঠো অন্নের জোগাড়ে চলে যায় যে যার কাজে, 

হাড়ভাঙ্গা খাটুনির পর দিনশেষে ফিরে আসে ওরা,, 

সারাদিনের ক্লান্তির মাঝে ও মুখে হাসি নিয়ে ফেরে দুজন দুজনের জন্য। 

হয়তো জোটে না বিরিয়ানী,, বার্গার, পিৎজা,

কোনোদিন ও বা পেট ভরে দুবেলা দুমুঠো অন্ন ও জোটে না,, 

তবুও ওদের বেঁচে থাকার রসদ একমাত্র ওদের ভালোবাসা। 


দিনের শেষে যেমন পাখি ফিরে যায় তাদের কূলায়,, ভালোবাসার দিনযাপন করে, 

তেমন‌ই দুটো যুবক যুবতী দিনের শেষে ফিরে ভালোবাসা যাপন করে,,

 

এক থালায় ভাত মেখে খায় দুজনে,

হয়তো ভালো করে পেট ও ভরে না, তবুও বেঁচে থাক ওদের ভালোবাসা। 


হয়তো পারে না তারা জন্মদিনে, বিয়ের দিনে ফাইভ স্টার হোটেলে গিয়ে খেতে,, হয়তো পারে না আনতে মনজিনিসের বড় দামী কেক টা। 


একটা সস্তার বাপুজী কেক আর এক থালা পান্তা ভাতেই মেটে ওদের জন্মদিন বিবাহবার্ষিকী। 


নেই ওদের মাঝে কোনো অশান্তি, নেই কোনো ঝগড়া,, মান অভিমান ও ওরা জয় করে ভালোবাসা দিয়েই। 


এভাবেই বেঁচে থাকুক ওদের ভালোবাসা।