Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম- অবকাশলিখনে- প্রণব চৌধুরীতারিখ-১৪,০৬,২০২১,
অবকাশের অবসর অচিরেই আসিবে কি এই অনন্তকালে ?অশান্ত করে অপমান আবাহমানকাল ধরে অসময়ে আগমন অপমৃত্যু অকালে ৷
অসীম অর্ণবে আবহ আজ অশ্লীল অপয়া অপেরার আগমনে ৷অনুজ আজ অগ্রজে আসীন অ…

 


বিভাগ-কবিতা

শিরোনাম- অবকাশ

লিখনে- প্রণব চৌধুরী

তারিখ-১৪,০৬,২০২১,


অবকাশের অবসর অচিরেই আসিবে কি এই অনন্তকালে ?

অশান্ত করে অপমান আবাহমানকাল ধরে অসময়ে আগমন অপমৃত্যু অকালে ৷


অসীম অর্ণবে আবহ আজ অশ্লীল অপয়া অপেরার আগমনে ৷

অনুজ আজ অগ্রজে আসীন অমরের অমরত্ব যেন অর্বাচীনে ৷


কেমনে কাটাব কাল সে কথা কভু কখনো কদাচিৎ করিনি কামনা ৷

কালান্তরের কপট করাল কামড়ে কৃষ্ণাদ্বাদশি কাটে কাটমানির পূর্ণতে কানায় কানা ৷


বিশ্রামেতে বিবশ হয়ে বৈরাগীর বৈরাগ্য আজ বিরাগভাজন ৷

বিসুদ্ধ বিবেকে বয় উচ্চ বলয়ের বায়ু বিসম বিপথে তা আজ বিধির বিধান ৷


পরোপকারিরা আজ পরিযায়ী পরশ্রীকাতরেরা পলে পলে পরিমলে পরিস্কার ৷

পরগাছা ও পরাশ্রয়ীরা নয় পরাভূত প্রাণের পরাণ পরিশেষে আজ পতিতার ৷


তাই তো অবকাশ নেই তোমার তুমিতে তথায় ত্বরণে তাম্রলিপ্ত ৷

তখনও তুমি ছিলে কি তোমাতে তারজন্য তমশার তমালিকা আজ ইন্দ্রপ্রস্থ ?


ছুটির ঘন্টা ছুটিয়ে ছুটিয়ে যেদিন ছিঁটকে ছিঁড়ে হবে ছন্নছাড়া ৷

ছল ছাতুরীর ছলনার ছকে থাকবে না ছলক হবে সব ছাই ছাপোষারা ৷


সেইদিন তুমি অবকাশ হবেনা আসাঢ় অশান্ত এই অশ্বথ তরুতলে ৷

অবকাশ তুমি হবেই অবশ আমি কিন্তু আবারও হবো অমর এই অসীমতলে ৷