Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

নামঃ-একদিন কলমেঃ- তপন কুমার রায় তারিখঃ-১৬/০৬/২১
একদিন জোয়ারেতে এসোকূল ছাপানো  ভরা কটাল হয়ে।সেদিন  আকাশে চাঁদ থাকুক বা না থাকুক এসো তুমি সাগরের কলধ্বনি  নিয়ে-প্রবল স্রোত  নিয়ে এসো,প্রচন্ড  টান,শব্দের ঢেউগুলো আছড়ে পড়বে --একের পর এক,…

 




নামঃ-একদিন 

কলমেঃ- তপন কুমার রায় 

তারিখঃ-১৬/০৬/২১


একদিন জোয়ারেতে এসো

কূল ছাপানো  ভরা কটাল হয়ে।

সেদিন  আকাশে চাঁদ থাকুক বা না থাকুক 

এসো তুমি সাগরের কলধ্বনি  নিয়ে-

প্রবল স্রোত  নিয়ে এসো,প্রচন্ড  টান,

শব্দের ঢেউগুলো আছড়ে পড়বে --

একের পর এক, অবিরাম। 

আমাকে টেনে নিও

ডুবিয়ে দিয়ো শব্দের স্রোতে 

খড়কুটোর মতোই

ভাসিয়ে  নিয়ে যেও ভীষণ  বেগে

বাধা- বন্ধ, যত প্রতিকূল বাঁধ

 ভেঙেচুরে   নিয়ে যেও

তোমার শব্দময় উচ্ছ্বল জগতে।


এখানে বছর ভর  বড় শীত

বড় নৈশব্দ, ছেয়ে রাখে সমস্ত আকাশ,

আলো নেই,আশার দ্যুতি নেই কোনো।

মৃত্যুর হিমশীতল  হাতছানি --

নিঃশব্দে ডাকে, শুধুই  ডাকে

নিশির ডাকের মতো।

হয়ত হারিয়ে যাবো-

কোনদিন  নিস্তব্ধ  এই জগতে।


একদিন  তুমি ঝড় হয়ে এসো,সমুদ্র তুফান

ভেঙে দাও সব আগোল, আচ্ছাদন 

উড়িয়ে  দাও যেখানের যত আবরণ।

সব তান্ডবের শেষে,

শুধুই  জেগে থাকবে 

আমাদের একটাই অনন্ত ভালোবাসা।