Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
দূরত্ব
তোমার আমার মাঝে দূরত্ব অনেক খানি ।তবুও মনে ভাবী আমার তুমি ।
এটা শুধু ভাবনা কল্পনা কখনো বাস্তবে রূপ নেয় না ।কেন যেন মন বলে একই পৃথিবীর মানুষ আমরা !সেখানে আছে তো কিছুটা সখ্যতা ?আমার একলা আকাশে তুমি যে সন…

 


সৃষ্টি সাহিত্য যাপন


দূরত্ব


তোমার আমার মাঝে দূরত্ব অনেক খানি ।

তবুও মনে ভাবী আমার তুমি ।


এটা শুধু ভাবনা 

কল্পনা কখনো বাস্তবে রূপ নেয় না ।

কেন যেন মন বলে 

একই পৃথিবীর মানুষ আমরা !

সেখানে আছে তো কিছুটা সখ্যতা ?

আমার একলা আকাশে তুমি যে 

সন্ধ্যা তারা।

তাই বুঝি মনেতে একটু শান্তনা।


কখনো কখনো ভাবী এ দুনিয়ায় 

কেহ নয় আপন।

তবে কেন মন করে উচাটন?

কি আছে মনের মাঝে !

সে কেন বারে বারে অভিমান করে ?

কেউ নেই তো অভিমান বোঝার।

শুধুই শুধুই ভাবী সব কিছু আমার !


অংক আমার কিছুতেই মেলে না 

কোথায় যেন এক শূন্যতা !


চাইলে পারি না কিছু করতে।

কোথা থেকে এক বাঁধা এসে দাঁড়ায় 

সম্মুখে ।

কেন পারি না সুখ টাকে ধরে রাখতে ?

দুঃখ কেন হৃদয় মাঝে থাকে গোপনে !


দুঃখ টা কি তবে ভালোবাসার রূপ !

চোখের জল কি তার প্রতিরূপ?,


আমি হবো দুঃখের সমুদ্রের মাঝি।

আমি একলা বেয়ে যাবো আমার 

এ গানের তরী।

এ ভাবেই ভালো আছি।


ভালো থাকবো।

আমার ভুবনে আমি একলা আলোর

প্রদীপ জ্বালাব ।

দু,দিনের তো জীবন !

লক্ষ্য যোজন দূরে বসে ও ভাববো

তোমার আমার একই নীল আকাশ ।


লেখিকা তৃপ্তি সুধা মণ্ডল