Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ছন্দ কবিতা শিরোনাম : " অবাধ্য "কবি : শ্রী অমিতাভ কর , তাং : 14/6/2021******************হয়তো বা তুই ব্যস্ত ভীষণ কাজে , আমার এখন ওসব বালাই নেই ,ইচ্ছে হলেই বেড়িয়ে পড়ি পথে , মন-পাখিটা ডাক দিয়ে যায় যেই॥
ঘুরতে থাকি পাখির …

 


ছন্দ কবিতা 

শিরোনাম : " অবাধ্য "

কবি : শ্রী অমিতাভ কর , 

তাং : 14/6/2021

******************

হয়তো বা তুই ব্যস্ত ভীষণ কাজে , 

আমার এখন ওসব বালাই নেই ,

ইচ্ছে হলেই বেড়িয়ে পড়ি পথে , 

মন-পাখিটা ডাক দিয়ে যায় যেই॥


ঘুরতে থাকি পাখির পিছুপিছু , 

দেখি আমায় কোথায় নিয়ে যায়! 

মাঠ পেরিয়ে নদীর ধারে গিয়ে 

পাখি আমায় বসিয়ে রাখে ঠায়॥


নদীর জলে নিজের ছায়া দেখে

চমকে উঠে, ভাবি এ কোন লোক ! 

কষ্ট করে যাচ্ছে হয়তো চেনা , 

মুখখানাতে কিসের এত শোক !!


যা হারাবার , হারিয়েছি সেই কবেই

নিজের হাতেই শেষ করেছি সব ,

নোঙর কেটে ভাসিয়ে দিয়ে তরী ,

হঠাত্‍ কেন শোকের কলরব !! 


তোর কি কিছু , হঠাত্‍ মনে পড়ে ?

ঘুম ভেঙে যায়, নিশুত নিশির ডাকে? 

হাত বাড়িয়ে ইচ্ছে করে ছুঁতে? 

একদিন তুই ভালোবাসতিস - যাকে !


কেনই বা তোর পড়বে ওসব মনে!

কেউ কখনো রাখে ওসব স্মৃতি! 

লাভ কি আছে ওসব মনে রেখে! 

বরং ভালো , হলে সব বিস্মৃতি॥


সন্ধ্যে হলো , এবার বাড়ি চল্ - 

হুঁশ ফিরিয়ে বললো পাখি ডেকে ,

কি যে এত - ভাবিস সারাক্ষণ !

থাকবোনা আর তোর কাছে কাল থেকে॥


মুখ বুজিয়ে ফিরতে থাকি ঘরে ,

পাখিটাকে আর কিইবা দেবো দোষ !

নিজেই নিজের অবাধ্য মনটাকে -

মানাতে আর পারলাম না পোষ ॥


                   ********