Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম : "বন্দী চেতনা"কলমে: পূর্ণিমা যোদ্দারতারিখ : ০৯/০৬/২০২১
সূর্যমুখী চেয়েছিল যারাআজো অতন্দ্র প্রহর গোণেনির্ণিমেষ নয়নে চেয়ে আছে আদিগন্ত উন্মুক্ত সীমান্ত পেরিয়ে।নৈঃশব্দ্যের বেড়াজালে থমকে যায়,হতবাক কথামালা,ভিড় করে…

 


শিরোনাম : "বন্দী চেতনা"

কলমে: পূর্ণিমা যোদ্দার

তারিখ : ০৯/০৬/২০২১


সূর্যমুখী চেয়েছিল যারা

আজো অতন্দ্র প্রহর গোণে

নির্ণিমেষ নয়নে চেয়ে আছে 

আদিগন্ত উন্মুক্ত সীমান্ত পেরিয়ে।

নৈঃশব্দ্যের বেড়াজালে থমকে যায়,

হতবাক কথামালা,ভিড় করে আসে

রুদ্ধ শ্বাসনালীর চোখ রাঙানিতে।

উলঙ্গ অভাবের তাড়নায়,সলাজ বধূও 

নীল অঞ্জনে আঁকে,পটলচেরা চাহনি।

শৈশব বন্দী মুঠোফোনে,কৈশোরের স্বপ্নভঙ্গে

কিশোরীর অকালে ঝরে যাওয়া।

ঠিক যেমন নিশি অবসানে শিউলি খসে পড়ে

শিথিল বৃন্তের আগল ঠেলে।

গার্হস্থ্য জীবন রসদ খোঁজে শুকতারায়

জীবনের গতি,পারদের ওঠা-নামার মতো অস্থির।

বন্দী চেতনা আজ আশ্রয় খোঁজে 

ফেসবুকের ঘুলঘুলির আলোয়।

 দেখা-অদেখার ব্যথা ভুলে বনলতা আজ

সুখে আছে মুঠোফোনে মুখ গুঁজে।

চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব নয়,শুধুই অস্তিত্বের সঙ্কট।

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹