Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কলমের_কথা✍️ -- স্নেহাশিস পালিত০৯-০৬-২০২১
কলম কিছু লেখ আজ তোমার ভাষা দিয়ে...আছো কেমন জীবন ছন্দে তাল মিলিয়ে?তুমিওতো কথা বল, বিজ্ঞজনেরা বলে ---সরাসরি কখনো বল কখনোও বা কৌশলে!
কলম তখন হেসে বলে ভালোই বলেছ কবি ---আমি বলি সেসব কথা, লেখকের…

 


#কলমের_কথা

✍️ -- স্নেহাশিস পালিত

০৯-০৬-২০২১


কলম কিছু লেখ আজ তোমার ভাষা দিয়ে...

আছো কেমন জীবন ছন্দে তাল মিলিয়ে?

তুমিওতো কথা বল, বিজ্ঞজনেরা বলে ---

সরাসরি কখনো বল কখনোও বা কৌশলে!


কলম তখন হেসে বলে ভালোই বলেছ কবি ---

আমি বলি সেসব কথা, লেখকেরই সবই।

কখনো বলি প্রেম-বিরহ, ভালোবাসার কথা,

সময় সময় বলতে হয় হৃদয় মনের ব্যথা!


জেহাদ তুলি এক নিমেষে, দেখলে বিরূপ কিছু

কই যে কথা, ছাড়িনা তারে চলি পিছু পিছু।

সাধুবেশে ভন্ডামিতে সরব থাকি জেনো -

আমি স্বাধীন কথা বলায়, এই কথাটি মেনো।


বলতে পার সময় বুঝে মেপেঝুপেই বলি

লাগতে পারে আঘাত মনে, আমার মত চলি।

ভালোমন্দ বিচার করা আমারই তো কাজ -

পড়লে পড়ুক কারো মাথায় কঠিন কোন বাজ!


আমি বোবা, আমি কালা, আমিই না হয় কানা -

নজর রাখি সবকিছুরই, বুঝি তা' ষোলআনা!

চুপিচুপি একটি কথা বলছি কানে কানে 

আমি আদি, আমি অন্ত জীবনেরই মানে।


স্থান -- সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/০৮-০৬-২০২১

স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত