Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

# দৈনিক - সেরা- কলম - সম্মাননাবিভাগঃ গদ্য কবিতাশিরোনামঃ কবিতা ও যৌবনকলমেঃ শর্মিলা রায় তারিখঃ ৮/৬/২০২১
যৌবনের দোরগোড়ায়--আমার ভেতর ক্রমেই অবগাঢ় হচ্ছেঅন্ধকার। যা কিছু গোপন তার প্রতি তীব্র  আকাঙ্ক্ষায় বুঁদ হয়ে আছে জীবন।নিজেকে গুটিয়ে …



 # দৈনিক - সেরা- কলম - সম্মাননা

বিভাগঃ গদ্য কবিতা

শিরোনামঃ কবিতা ও যৌবন

কলমেঃ শর্মিলা রায় 

তারিখঃ ৮/৬/২০২১


যৌবনের দোরগোড়ায়--

আমার ভেতর ক্রমেই অবগাঢ় হচ্ছে

অন্ধকার। যা কিছু গোপন তার প্রতি 

তীব্র  আকাঙ্ক্ষায় বুঁদ হয়ে আছে জীবন।

নিজেকে গুটিয়ে নিচ্ছি খোলসের মধ্যে। 

ছোটা হলো না পাড়ার ফুটবল মাঠে

বন্ধুদের সাথে পায়ে বল নিয়ে।

হাতে উঠলো না ক্রিকেটের ব্যাট।

চিলেকোঠা ঘরের চার দেওয়ালের

মধ্যেই থমকে গেলো আমার জীবনের গল্প।

উদাসী সন্ধ্যে বুকের গভীরে ছড়িয়ে দিতে

লাগলো বিষণ্ণ  বাঁশির সুর। না- চেনা 

বিরহের শিরশিরে ব্যথায় শিহরিত  হলো

সারা শরীর। এক চিলতে জানালার ফাঁক

গলে সকালের নরম আলো বাড়িয়ে দিলো

তার সখ্যের হাত। ঝোড়ো হাওয়ায় বৃষ্টির 

আদুরে পরশ, অজানা সোহাগ মাখালো

শরীরে, ভেজালো মন। আমি আরও আরও

দূরে সরে যেতে লাগলাম- হয়ে উঠলাম

একাকী এক বিচ্ছিন্ন দ্বীপের  বাসিন্দা। 

যেখানে বাইরের  জগতের  কারোর নেই

প্রবেশাধিকার। কেবল কবিতা এলো

চুপিসারে,  আমার মনের আঁধার  ঘরে।

একটা একটা করে জ্বলে উঠলো দীপ।

গভীর আশ্লেষে, নিবিড়  একাত্মতায়

বাঁধা  পড়লাম দুজনায় নিঃশব্দ প্রেমের

চির অটুট বাঁধনে।