Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রহসনের অপর নাম বিশ্ব পরিবেশ দিবস

✍️ সোমনাথ মুখোপাধ্যায় 
আবার এসে গেল ৫ই জুন। বিশ্ব পরিবেশ দিবস।কোন বিশ্ব? ধনী কোটিপতিদের বিশ্ব, ক্ষমতার মদগর্বে গর্বিত গজদন্ত মিনারে আসীন শাসকগোষ্ঠীর বিশ্ব? কোন পরিবেশ? নির্বিচারে বৃক্ষনিধনকারীদের পরিবেশ, ছোট বড় জলাশয় বুজিয়ে সুরম্য…

 



✍️ সোমনাথ মুখোপাধ্যায় 


আবার এসে গেল ৫ই জুন। বিশ্ব পরিবেশ দিবস।

কোন বিশ্ব? ধনী কোটিপতিদের বিশ্ব, ক্ষমতার মদগর্বে গর্বিত গজদন্ত মিনারে আসীন শাসকগোষ্ঠীর বিশ্ব? কোন পরিবেশ? নির্বিচারে বৃক্ষনিধনকারীদের পরিবেশ, ছোট বড় জলাশয় বুজিয়ে সুরম্য গগনচুম্বী ওঠানো প্রমোটারদের পরিবেশ ? হ্যাঁ বলতে চাইছি যে এই বিশ্ব পরিবেশেই তো আমরা বেশ আছি! কখনো অনাবৃষ্টিতে ফসল নষ্ট। বেশ আছি। কখনো অতিবৃষ্টিতে শহরের কংক্রিট ডোবানো হাঁটুজল, কিংবা জেলা ভাসিয়ে দেওয়া বন্যার জল। আমফান বা ইয়াসের দাপটে ধ্বংস লীলা। বেশ আছি। তারপরেও বাদাবন ম্যানগ্রোভ অরণ্য কেটে, বাঁধ কেটে বসতি স্থাপন করে, হোটেল বানিয়ে, চিংড়ি চাষ করে বলব, বেশ আছি!


একটি ছেড়ে পাঁচটি গাড়ি নিয়ে যথেচ্ছ ঘুরব। আপনার কী? আমার পয়সা আছে। আপনার নেই সেটা আপনার সমস্যা। আমার নয়। আপনি বুকে কার্বন ভরে কাশতে থাকুন। প্রবল গরমে হাঁপাতে হাঁপাতে দিনগত পাপক্ষয় করতে থাকুন। আমি এসির হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে দামি সোফায় শুয়ে ফেসবুক শেয়ারিং করব। বাইরের তাপমাত্রা আরো বাড়াব। এসি তো এখন ম্যান্ডেটরি!

বাতাসে এরোসলের গড় ১০০র মধ্যে আছে কি না ভাবাই বাতুলতা! ওটা জানুক স্কুল কলেজে পরিবেশ বিদ্যা পড়া ছাত্ররা। জেনে পরীক্ষায় উত্তীর্ণ হোক ভালো নম্বর পেয়ে। ব্যাস্ ওই অবধি। ওই যাঃ, ভুল হয়ে গিয়েছে। সরকার বাহাদুরের পরিবেশ বিষয়ক দপ্তর আছে। ভারপ্রাপ্ত মন্ত্রী ও কর্মকর্তারা আছেন। অপরিকল্পিত নগরায়নে পরিবেশ দূষণে তাঁদের কোনো বক্তব্য নেই! 


বিশ্ব জুড়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। নষ্ট হচ্ছে জীববৈচিত্রের ভারসাম্য। বাড়ছে মহামারী। চলতি সময়ে করোনার করুনার বিষয়ে সকলেই ওয়াকিবহাল। ছোটোখাটো রোগ মাথাচাড়া দিয়ে উঠে বড়ো আকার ধারণ করছে। সঠিক ওষুধ অমিল। প্রতিষেধকের আকাল। বেশ আছি।


সাম্প্রতিক সমীক্ষায় হারিয়ে যেতে বসেছে চাতক, ঢোল ঘুঘু, কাদাখোঁচা প্রভৃতি ৩০০ধরনের বেশি পাখি, ৬০০ধরনের বেশি গাছ, বেজি, কাঠবিড়ালি প্রভৃতি ২০ধরণের প্রাণী, ৮ধরণের দেশী মাছ। এ ছবি শহর থেকে জেলার। পরিবেশ ও ভারসাম্যহীন জীববৈচিত্রের পরিবর্তনগত ঝুঁকিতে বিশ্বে ৫ম স্থানাধিকারী ভারত। দারুণ পারফরম্যান্স সন্দেহ নেই! আগ্রাসী উন্নয়নের কর্মযজ্ঞ চলুক। মানব সভ্যতা বিপন্ন হোক। আমরা স্মার্ট ফোনে লেটেস্ট আপডেট পেতে থাকব, হিন্দু মুসলিম নিয়ে গলা ফাটিয়ে উৎসবে মেতে থাকব! ভোটের অধিকার আর কালনেমির লঙ্কা ভাগ নিয়ে ব্যস্ত থাকব! আর বিশ্ব পরিবেশ দিবস? "আসছে বছর আবার হবে...!"