Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ দিবসে চারাগাছ বিলি করল স্বেচ্ছাসেবী সংস্থা 'অপরাজেয়

নিজস্ব সংবাদদাতা,নারায়ণগড়.....বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে চারাগাছ বিলি করল মেদিনীপুরের "অপরাজেয়" স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার নারায়ণগড় ব্লকের ছয় নম্বর অঞ্চলের পোলসিটা গ্রামের দুই শতাধিক পর…

 


নিজস্ব সংবাদদাতা,নারায়ণগড়.....বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে চারাগাছ বিলি করল মেদিনীপুরের "অপরাজেয়" স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার নারায়ণগড় ব্লকের ছয় নম্বর অঞ্চলের পোলসিটা গ্রামের দুই শতাধিক পরিবারের হাতে চারাগাছ,মাস্ক-স্যানিটাইজার তুলে দেন তারা । উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম কোষাধ্যক্ষ অর্জুন দাস ও রাজকুমার রানা, সদস্য অভি কোলে, সুশান্ত জানা প্রমুখ। এছাড়াও এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য তপন পাত্র, এলাকার শিক্ষক যুগল বেরা, অরুণ সিং, কালিপদ পাত্র প্রমুখ। এদিন সকালে মেদিনীপুর থেকে টোটোতে করে ২০০ চারাগাছ নিয়ে অপরাজেয়র সদস্যরা নারায়ণগড় ব্লকের এই গ্রামে পৌঁছান। গ্রামের মানুষজনদের তারা বর্তমান সময়ে বৃক্ষরোপনের উপযোগিতা ও পানীয় জল অপচয় রোধে সচেতনতার বার্তা দেন, পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দিয়ে গ্রামবাসীদের চারাগাছ সহ অন্যান্য সচেতনতামূলক জিনিসপত্র তুলে দেন। পরে তারা স্থানীয় পোলসিটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, শিশুশিক্ষা কেন্দ্র প্রাঙ্গণ, বিবেকানন্দ সংঘের বাগানে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় মানুষজনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বেশ কিছু চারাগাছ রোপণ করেন অপরাজেয় সংস্থার সদস্যরা। সংগঠনের পক্ষে কাঞ্চন ঘড়া ও চিত্ততোষ পইড়া এক যৌথ বিবৃতিতে বলেন,"সারাবছর ব্যাপী পরিবেশ সচেতনতা সহ দু:স্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমরা মানুষজনের পাশে দাঁড়ালাম। আগামী দিনেও আমাদের সংগঠন মানুষের অসহায় মুহূর্তে তাদের পাশে সাধ্যমত দাঁড়াবে।"