সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনামঃ পাব্লিক আছে তো...কলমেঃ অমলেন্দু চৌধুরী তারিখঃ ১৬/০৬/২০২১
এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াওপিছন টানার লোক আছে তো।সর্বদা বড় করে স্বপ্ন দেখোমনোবল ভাঙ্গার জনগণ আছে তো।নিজের ভিতরকার আগুন তীব্র করোজ্বলার জন্য পাব্ল…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনামঃ পাব্লিক আছে তো...
কলমেঃ অমলেন্দু চৌধুরী
তারিখঃ ১৬/০৬/২০২১
এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াও
পিছন টানার লোক আছে তো।
সর্বদা বড় করে স্বপ্ন দেখো
মনোবল ভাঙ্গার জনগণ আছে তো।
নিজের ভিতরকার আগুন তীব্র করো
জ্বলার জন্য পাব্লিক কম নেই।
নিজের নাম ইতিহাসে নিজেই লেখো
বদনাম করার জন্য লোক কম নেই।
নিজের প্রতি যত্নশীল হও
অবহেলা করা মানুষ আছে তো।
শিশুসুলভ মনটাকে বাঁচিয়ে রাখো
জ্ঞান দেওয়ার আত্মীয়-পরিজন পাবেই।
নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়
সন্দেহ করার জন্য সঙ্গী-সাথী পাবেই।
আশার আলো নিভতে দিও না
নিরাশা পাব্লিক এমনিতেই করে দেয়।
নিজের স্বতন্ত্র পরিচয় বানাও
ভিড়ে চলার পাব্লিক কম কোথায়।
নিজের গুনগুলো খুঁজে নাও
দোষ খোঁজার লোক পেয়ে যাবে।
আলাদা কিছু করে দেখাও
তালি দেওয়ার লোক পেয়েই যাবে।