Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আহ্বান -------------
তখন থেকে দেখছি, শুধু ঘুরেই যাচ্ছো, ঘুরেই যাচ্ছো! আর কতকাল ঘুরবে এমনি করে? ঘুরে ঘুরে যে এলোমেলো হয়ে গেলে! এই কি খাঁটি বিবর্তনের পথ? এই কি হবে যথার্থ মানবের ইতিহাস ?একটু দাঁড়াও , দম তো নিতে হবে? আঁক কষতে নির্জ…

 




আহ্বান 

-------------


তখন থেকে দেখছি, 

শুধু ঘুরেই যাচ্ছো, ঘুরেই যাচ্ছো! 

আর কতকাল ঘুরবে এমনি করে? 

ঘুরে ঘুরে যে এলোমেলো হয়ে গেলে! 

এই কি খাঁটি বিবর্তনের পথ? 

এই কি হবে যথার্থ মানবের ইতিহাস ?

একটু দাঁড়াও , দম তো নিতে হবে? 

আঁক কষতে নির্জনতা চাই। 

অন্ধকারে আছাড় খেয়ে চলছো নিয়ে দাপ --

কে জানে কোন খানে গিয়ে 

জানবে অভিশাপ!

এখনো দিন অনেক আছে বাকি , 

আকাশ পারে সন্ধ্যামনি ফুল 

ফুটছে একটি-দুটি , মারছে উঁকিঝুঁকি ।

দিনের হিসেব লিখছে অন্তরালে 

নির্ভুল গাণনিক-- 

হাতছানি দেয় সন্ধ্যামনির পারে ।

জমা-খরচ মিলিয়ে নিতে আছে অপেক্ষায় ।

কখন খেলায় ভাঙ্গন ধরে 

সেই আশাতেই রয়। 


তাকে চিনেছি, যে সদাই অবিচল --

শোনো ডাক দিয়ে যায় 

তোমায় অবিরল। 


কপিরাইট @নূপুর চক্রবর্তী 

১৬/৬/২০২১

Copyright @Nupur Chakrabarty 16/6/2021