Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন শিরোনাম-বৃষ্টি ভেজার গল্পকলমে-মল্লিকা চ্যাটার্জী রায়তারিখ-১৫/০৬/২০২১
আমি একদা বৃষ্টি ভালবাসতাম।স্কুল ফিরতি পথে,কলেজ ক্যাম্পাসে সাথীদের সাথে।মা বলতেন ঠিক জ্বরে পড়বি, ভোগান্তি আছে কপালে।তবু সুযোগ পেলেই বৃষ্টি ভি…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

শিরোনাম-বৃষ্টি ভেজার গল্প

কলমে-মল্লিকা চ্যাটার্জী রায়

তারিখ-১৫/০৬/২০২১


আমি একদা বৃষ্টি ভালবাসতাম।

স্কুল ফিরতি পথে,কলেজ ক্যাম্পাসে সাথীদের সাথে।

মা বলতেন ঠিক জ্বরে পড়বি, ভোগান্তি আছে কপালে।

তবু সুযোগ পেলেই বৃষ্টি ভিজতাম খুব।

কি যেন একটা আলাদা অনুভূতি কাজ করতো খুব।

হলাম যখন একটু বড়,জানলাম ভিজতে নেই এমন তরো।

তাকিয়ে থাকতাম আকাশের দিকে হাত বাড়িয়ে প্লিজ আমায় ধরো।

জানলায় ঠায় দাঁড়িয়ে থাকতাম যতোটা লাগে বৃষ্টির ছাট।

আমার চোখ আমার মুখ ঠোঁট ভিজত বাড়িয়ে দিতাম হাত ।


হটাৎ একজন এলো বৃষ্টি প্রেমিক আমার মতই বৃষ্টি ভালোবাসে।

কোন জাদুবলে বশ করে নিল আমায় হটাৎ হটাৎ অকারনেই বৃষ্টি নিয়ে আসে।

আমায় বুঝিয়েছিল বৃষ্টিও আমায় কতটা ভালোবাসে

বৃষ্টিও আমায় ভেজাবে বলে বসে থাকে মোর আশে।

লুকিয়ে আমায় ভিজিয়েছিল আমার সমস্ত রুদ্ধদার খুলে।

আমিও কেমন ভিজেছিলাম সমস্ত লক্ষণলেখা ভুলে।

বৃষ্টি প্রেমিক কথা দিয়েছিল ছেড়ে যাবেনা আমার হাত

কখনও ভুল বুঝবেনা আমায় ভেজার নেশা থাকুক আমার সাথ।

কত কত দিন ভিজেছি দোঁহে সৃষ্টির আপন খেয়ালে

বৃষ্টি ভেজায় নেই কোন পাপ রক্ত চক্ষুর আড়ালে।

অকস্মাৎ কি যে হলো কালো মেঘ ঘনাল আকাশে

বৃষ্টি এলো সাথে নিয়ে এল বিজলীর চমক খেলে গেল মুক্ত বাতাসে।

হটাৎ কেন বৃষ্টির সাথে এলো বিষাক্ত গড়ল

বৃষ্টি প্রেমিক বিজলীর চমকে ভুলে গড়ল অবিশ্বাসের আগল।

বৃষ্টি যেটুকু আসলো তাতে বিষাক্ত নীল বিষ

বিজলীর চমক নয়তো সে ছিল কাল নাগিনীর সিস।

নীল নীল বিষে আমি একাই ভিজলাম অসহ্য যন্ত্রনাতে।

বৃষ্টি প্রেমিক বোধহয় বিভোর হলো বিজলীর চমকানিতে।

এখন আমি ভয়ে ভয়ে থাকি আমার সর্বাঙ্গে নীল ক্ষত

এখন আমি আর বৃষ্টি ভিজিনা ইচ্ছেরা হয়েছে হত।

ছলনাময়কে বিশ্বাস করে হেরেছি ভীষন হার

এখন আমি সজল চোখে চেয়ে দেখি তার গোপন অভিসার।